বিশ্বকাপ শুরু হতে না হতেই কপালে হাত সৌরভের! ভেঙ্গে গুড়িয়ে গেল দু-দুটি রেকর্ড

নিজস্ব প্রতিবেদন : শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মহারণ। বিশ্বের ক্রিকেটে জনপ্রিয় দেশগুলিকে নিয়ে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup)। এবার এই ক্রিকেট বিশ্বকাপের আয়োজকদের হিসাবে দায়িত্ব পেয়েছে ভারত। তবে বিশ্বকাপের এই খেলা শুরু হতে না হতেই রীতিমত কপালে হাত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly)। তার দু-দুটি রেকর্ড বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাটিতে গুঁড়িয়ে গেল।

ভারতের যে সকল কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে দেশের একজন সফল অধিনায়ক হিসাবে ধরা হয়। ঠিক সেই রকমই সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলকে একের পর এক উপহার দিয়েছেন এবং উপহারের পাশাপাশি নিজের ঝুলিতেও ভরেছেন একের পর এক রেকর্ড। বাংলার প্রথম কোন ক্রিকেটার হিসাবে এই ধরনের একের পর এক নজির তৈরি করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে যে সকল রেকর্ড রয়েছে সেই সকল রেকর্ডের মধ্যে দুটি রেকর্ড ভেঙে যায় এবারের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ অর্থাৎ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের খেলায়। এই ম্যাচটিতে নিউজিল্যান্ড টসে যেতে এবং ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ডের মতো একটি দল যারা গত বছর বিশ্বকাপ জয় করেছিল তারা প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে সেই ভাবে নিজেদের পারদর্শিতা দেখাতে পারেনি।

এই ম্যাচে একমাত্র খেলোয়াড় হিসাবে ইংল্যান্ডের জো রুট অর্ধশতরানের গন্ডি পার করেন। তবে এই অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই সৌরভ গাঙ্গুলীর দুটি রেকর্ড তিনি ভেঙে দেন। এযাবত ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম ১০০০ রান করার তালিকায় থাকা প্রথম তিনজনের মধ্যে প্রত্যেকেই ভারতীয় ব্যাটার। এমন রেকর্ড তৈরি করেছিলেন শিখর ধাওয়ান মাত্র ১৬ ইনিংসে এবং শচীন টেন্ডুলকার ১৮ ইনিংসে। ২০ ইনিংসে ১০০০ রান সংগ্রহ করে তালিকায় তৃতীয় স্থানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কিন্তু এবার জো রুট ক্রিকেট বিশ্বকাপে ১৯ ইনিংসে ১০০০ রান সংগ্রহ করেন। ফলে তিনি এই তালিকায় তিন নম্বরে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে নিজে তৃতীয় স্থানে চলে এলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি জো রুট আরও একটি রেকর্ড ভেঙেছেন, সেটিও আবার সৌরভ গঙ্গোপাধ্যায়েরই। সৌরভ গঙ্গোপাধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৪ ম্যাচ খেলে ১৮৫৭৫ রান সংগ্রহ করেছিলেন। এই রান টপকানোর জন্য জো রুটের প্রয়োজন ছিল মাত্র ২০ রান। খেলতে নেমেই তিনি সেই রান সংগ্রহ করেন এবং সৌরভ গাঙ্গুলীকে টপকে যান।