লাইন ফেটে চৌচির! ২ পড়ুয়ার বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সোমবার বিকেল বেলায় বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি লোকাল ট্রেন (Local Train)। ট্রেনটি (Indian Railways) যে সময় লাইনের উপর দিয়ে পার হচ্ছিল সেই সময় রেললাইন ফেটে চৌচির অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে ওই লাইনের পাশ দিয়ে দুই পড়ুয়া হেঁটে যাচ্ছিলেন এবং তারা বিষয়টি দেখতে পান। সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে খবর দেন অন্যান্যদের। এরপরই ওই লাইনের উপর দিয়ে পার হওয়া একটি লোকাল ট্রেনকে থামানো হয় এবং তাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা হয়।

সোমবার বিকেল বেলায় এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। যে সময়ে ওই দুই খুদে স্কুল পড়ুয়া রেল লাইনে ফাটল দেখতে পান ঠিক সেই সময় রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল ট্রেনটি লক্ষ্মীপুর স্টেশন ছেড়ে ঘটনাস্থলের দিকেই আসছিল। তখনই ওই ট্রেনটিকে থামানো হয়। রেল লাইনে এমন ফাটল ধরা পড়ে লোহাপুর ধোকার আগেই। ট্রেনটিকে যদি সেই সময় থামানো না হতো তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, শতাধিক যাত্রীর প্রাণ নিয়ে টানাটানি হতে পারতো।

রেল লাইনে ফাটল দেখতে পাওয়া ওই দুই পড়ুয়া হলেন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। তাদের একজন জয়রাম মাল এবং আরেকজন গৌরব মাল। তারা সোমবার বিকাল বেলায় রেল গেটের পাশে লাইনের ধার দিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। ঠিক সেই সময়ই তারা লাইনে ফাটল দেখেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন ওই রেলগেটের গার্ডকে।

দুই খুদের থেকে লাইনে ফাটলের খবর শুনেই তৎক্ষণাৎ রেলগেটের গার্ড লাল পতাকা টাঙিয়ে দেন। লক্ষ্মীপুর ছেড়ে লোহাপুরের দিকে রওনা দেওয়া রামপুরহাট আজিমগঞ্জ লোকাল ট্রেনটি লাইনের ওপর লাল পতাকা দেখে লোহাপুর রেল গেটের কাছে দাঁড়িয়ে যায়। পরে ঘটনাস্থলে রেলকর্মীরা পৌঁছে সেই লাইন মেরামত করেন।

লাইন মেরামতির কাজ করতে অন্ততপক্ষে আধঘন্টা সময় লাগে এবং ততক্ষণ ওই লোকাল ট্রেনটিকে দাঁড়িয়ে থাকতে হয়। অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দুই খুদের বুদ্ধির প্রশংসাই পঞ্চমুখ ট্রেনের যাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে ওই দুই খুদের বাড়ি তৈহার গ্রামে এবং তারা এমআরএম হাই স্কুলের ছাত্র।