নিজস্ব প্রতিবেদন : আগেকার দিনে শোনা যেত দুই সাপের লড়াইয়ের কথা। কেউ কেউ এমন দৃশ্য দেখাকে ভাগ্যের বিষয় বলে মনে করেন। কেউ কেউ আবার মনে করেন নিছকই কুসংস্কার। তবে আগেকার দিনে এই সকল দৃশ্য সচরাচর চোখের সামনে না এলেও বর্তমান স্মার্টফোনের যুগে তা ছড়িয়ে পড়ছে 4G স্পিডে।
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে পাশের জঙ্গল থেকে দুটি বিশাল আকৃতির সাপ নিজেদের মধ্যে লড়াই করতে করতে রাস্তার ধারে এসে পৌঁছেছে। আর সেই দুই সাপের লড়াই দেখার পাশাপাশি তাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত দর্শকরাও। আর সেই ক্যামেরাবন্দি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেই দৃশ্য দেখে চোখ ছানাবড়া সোশ্যাল নাগরিকদের।
ভিডিওতে দেখতে পাওয়া দুই সাপের লড়াই নজর কেড়েছে নেটিজেনদের। এই দুই সাপ বিনালড়াইয়ে কাউকেই এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। আর এই লড়াই দেখে নিজেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
তবে এই দুই সাপের লড়াইয়ের ভিডিও দেখে সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, এরকম ভিডিও বা দৃশ্য দেখে বহু মানুষের মধ্যে নানান ধরনের কুসংস্কার লক্ষ্য করা যায়। কিন্তু এই ঘটনার মধ্যে কোনরকম সংস্কার জড়িয়ে নেই। প্রাকৃতিক নিয়মে এরকম সাপের লড়াই হয়ে থাকে। আর এই ভিডিওতে যে দুটি সাপের লড়াই দেখা যাচ্ছে সেই দুটি সাপ দাঁড়াশ সাপ।