পর্যটকদের জন্য দারুণ খবর, এবার হাওড়া থেকে ভ্রমণ করা যাবে ভিস্তাডোম কোচে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভিস্তাডোম কোচ (Vistadome) নিয়ে আমজনতার মধ্যে কৌতূহলের শেষ নেই। এটি এমন একটি কোচ যাতে সফর করার সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই ধরনের কোচ ইতোমধ্যেই দেশের বেশ কিছু ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বড় বড় কাঁচের জানলা, রাজকীয় বন্দোবস্ত সবকিছুই রয়েছে এই ধরনের কোচে। যে কারণে এই ধরনের কোচে পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা পুরোপুরি বদলে দেয়। রেলের (Indian Railways) তরফ থেকে এই ধরনের কোচ আরও বিভিন্ন ট্রেনে সংযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements

ঠিক সেই রকমই এবার রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একটি সুখবর দেওয়া হল এবং সেই সুখবর জানানো হয়েছে হাওড়া থেকে যাত্রীরা ভিস্তাডোম কোচে চড়ে সফর করতে পারবেন। মূলত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনে টিকিটের ভাড়া বেশি হলেও এর চাহিদা ব্যাপক দেখার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisements

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য হাওড়া নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি হাওড়া ও হাওড়া রাধিকাপুর এবং রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসে এমন ভিস্তাডোম কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই দুটি ট্রেনে যারা সফর করবেন তারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

Advertisements

রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই দুটি ট্রেনের সঙ্গে একটি করে ভিস্তাডোম কোচ যুক্ত করা হবে। এই কোচগুলি হবে চেয়ার কার এবং কোচগুলির আসন অর্থাৎ সিটগুলি যাত্রীরা ইচ্ছেমতো ঘোরাতে পারবেন। এই ধরনের কোচের দেওয়াল অধিকাংশই কাঁচ দিয়ে মোড়া। বন্দে ভারত ট্রেনে এই ধরনের কোচ থাকলেও ভিস্তাডোম কোচ পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আরও বেশি সুযোগ করে দেয়।

পর্যটন ক্ষেত্রে ভিস্তাডোম কোচ পর্যটকদের কাছে আলাদা অনুভূতি এনে দিয়েছে। যে কারণে ইতিমধ্যেই রেলের তরফ থেকে আরাকুভ‌্যালি, কালকা থেকে সিমলা, ডুয়ার্স, নাহারলাগুন থেক তিনসুকিয়া, পশ্চিমঘাট পাহাড়ের ভিতর দিয়ে পুনে, গোয়ার পথে, যশবন্তপুর থেকে কর্নাটক উপকূলের বিভিন্ন ট্রেনে এই ধরনের কোচ যুক্ত করা হয়েছে। আর এবার এই ধরনের কোচ যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের দুটি ট্রেনেও।

Advertisements