Two Wheeler Price : একটু অপেক্ষা! দেশে দাম কমতে পারে বাইক, স্কুটারের

Two Wheeler Price : আপনি কি এটা নতুন বাইক অথবা স্কুটার কেনার পরিকল্পনা করছেন? তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করে যেতে পারেন। কারণ দেশের বাজারে বাইক স্কুটার এর দাম কমানোর দাবি তুলেছে মোটরবাইক ডিলাক্স অ্যাসোসিয়েশন। উপভোগ্য পণ্যের তালিকা থেকে প্রয়োজনীয় পণ্যের তালিকায় বাইক স্কুটারের নাম তোলার দাবি রাখা হয়েছে। যদি সরকার ডিলার্স অ্যাসোসিয়েশনের এই আবেদন মঞ্জুর করে, তাহলে বেশ খানিকটা দাম কমতে পারে বাইক স্কুটারের।

কিন্তু কিভাবে কমবে বাইক বা স্কুটার এর দাম? কেনই বা কমানো হবে? আসুন বিস্তারিত আলোচনা করা যাক। জিএসটি কাউন্সিলের কাছে বাইক ডিলার্স অ্যাসোসিয়েশন দাবি রেখেছে, ২৮ শতাংশের তালিকা থেকে বাদ দিয়ে বাইক স্কুটারের নাম ১৮ শতাংশের তালিকায় আনা হোক। এক্ষেত্রে মোটর চালিত দ্বিচক্রযানের ওপর কর বেশ খানিকটা কমবে। ফলে নামবে বাইক স্কুটারের দাম।

কিন্তু কি ভিত্তিতে কমানো হবে করের বোঝা? বলা হয়েছে, এখন লাখ লাখ মানুষ নিজেদের প্রয়োজনে বাইক অথবা স্কুটার ব্যবহার করছেন, কিনছেন। ফলে এটা আর এখন উপভোগ্য মূলক বস্তু নেই। ফলে এটা এখন অতি প্রয়োজনীয় জিনিস হয়ে পড়েছে। তাই করের বোঝা কমানোর অনুরোধ রাখা হয়েছে। সেই ভিত্তিতেই ২৮ শতাংশের জিএসটির তালিকা থেকে নামিয়ে ১৮% জিএসটির তালিকায় বাইক স্কুটারের নাম রাখার অনুরোধ করা হয়েছে।

কিন্তু কেন এমন দাবি তোলা হল? ডিলাক্স এসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, মুদ্রাস্ফীতি কলাদূষণ নিয়ন্ত্রণ নিয়ম এবং কবিদের জেরে বিগত কয়েক বছরে দেশের বাইকের বাজার অনেকখানি খারাপ হয়েছে যে সমস্ত বাইকের বিক্রি একসময় তুঙ্গে উঠেছিল, সেই সমস্ত বাইক বা স্কুটার বিক্রির নেমেছে অনেকটা। যার সরাসরি প্রভাব পড়ছে বাইক ব্যবসার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে অন্যদিকে অনেকে ই নতুন বাইক কেনার পরিকল্পনা থেকে পিছিয়ে আসছেন কিনলে পকেটে চাপ পড়ছে বেশি।

বাইক ডিলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ট্যাক্স কম হলে দু চাকার শিল্পে অনেক বেশি চাকরির সুযোগ তৈরি হবে সেই সঙ্গে বৃদ্ধি পাবে দেশের অর্থনীতিও, মত অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতির। দাবি করা হয়েছে মোবিলিটির ক্ষেত্রে সবচেয়ে কম দামে পরিষেবা পাওয়া যায় দু চাকার বাজারে। ভারতের একটি বড় অংশের মানুষ এই বাজারের উপর নির্ভরশীল।