Is Google Maps 100% accurate: Google Map সবসময় যে সঠিক গন্থব্যস্থল দেখাবে তা কিন্তু হয়না। আপনি যাবেন এক জায়গায় কিন্তু আপনাকে পৌঁছে দেবে অন্য এক জায়গায়। এমন ঘটনা নেহাত কম নয় যে, গুগল ম্যাপ ব্যবহার করে ঘেঁটে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। অনেকের সঙ্গেই এরকম ঘটনা বহুবার হয়েছে। আবার এমনও হয়েছে যে কম সময়ের রুট ছেড়ে বেশি সময়ের রুট ধরে গন্থব্যস্থলে পৌঁছাতে গিয়ে দেরি হয়েছে।
এবার ঘটলো একেবারে বিরল ঘটনা। গুগল ম্যাপ (Google Map) দেখে গাড়ি নিয়েই সমুদ্র জলের মধ্যে নেমে পড়লেন দুই পর্যটক। পরে অবশ্য স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে। এই অদ্ভুত ঘটনাটি ঘটে হাওয়াইয়ে হনোকোহাউ হার্বারে। ঘটনার ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। তাই দেখে সবার চক্ষু তো চড়কগাছ।
আসল ঘটনাটি হলো একটি ট্যুর কোম্পানির অফিস খুঁজছিলেন দুই পর্যটক এবং তার জন্য তারা ম্যাপের সাহায্য নেয়। তারা জিপিএস অনুসরণ করে সেই অফিসে পৌঁছতে চেয়েছিলেন। কিন্তু Google Map দেখে ভুল পথ অনুসরণ করে সমুদ্রে পৌঁছে যান গাড়ি নিয়েই। সত্যি এ বড় দুঃখজনক ঘটনা। আদৌ কি তারা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলেন?
কিভাবে উদ্ধার পেলেন তারা? এক প্রত্যক্ষদর্শী এই মুহূর্তের ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, গাড়িটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে সমুদ্রে। আর প্রাণে বাঁচার জন্য ছটফট করছেন সেই দুইজন পর্যটক। ঠিক সেই মুহূর্তে কয়েকজন জলে ঝাঁপিয়ে তাঁদের উদ্ধার করেন। অবশেষে গাড়ির দরজা খুলে তাঁদের বের করে আনা হয়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছিলো তাদের ভিডিও।
ওই মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ক্রিস্টি হাচিনসন। এমনকি তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন যে, তিনি বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজছিল। তারপরই সে দেখে একটি গাড়ি বেশ ভাল গতিতেই সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে আলোচনা তুঙ্গে। অনেকে প্রশ্ন করেছেন কোন ধরনের ম্যাপ ব্যবহার করছিলেন ওই পর্যটকরা?