Escalator: চলন্ত সিঁড়িতে প্রথমবার চড়তে গিয়ে হাস্যকর কাণ্ড, শুয়ে বসে উঠলেন দুই মহিলা

Two women fell down while climbing the escalator: অনেকের কাছেই প্রথমবার চলমান সিঁড়িতে (Escalator) ওঠাটা বেশ খানিকটা ভয়ের। শুধু মনে হয় একবার পড়ে গেলে আর রক্ষে নেই! কিন্তু যদি একবার সাহস করে উঠে পড়া যায় তাহলে তার পরের বার থেকে আর সেই ভয়টা মনের মধ্যে আর কাজ করে না। তবে যত সমস্যা সেই প্রথমবার ওঠাতেই। সেই একবার ওঠার কাজটাই তো অনেকের কাছে সত্যি খুব ভয়ের।

সম্প্রতি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, চলন্ত সিঁড়িতে (Escalator) উঠতে গিয়ে পা হড়কে পড়ে গেছেন এক মহিলা। কিন্তু আসলে একজন নয়, দুজন মহিলাই (Women) পড়ে গিয়েছিলেন। সেই ঘটনার পর তাঁদের মধ্যে একজন উপরে উঠলেন বসে-বসে, আর একজন উঠলেন শুয়ে-শুয়ে। নেট দুনিয়াতে সেই কাণ্ড দেখার পরে নেটিজ়েনরা হেসে কুটিপাটি খাচ্ছেন।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গেল যে, এক যুবক চলন্ত সিঁড়িতে (Escalator) উঠছেন দুই বয়স্ক মহিলাকে সঙ্গে নিয়ে। একে অপরের হাত ধরেছিলেন তিনজনে। সবার পিছনে থাকা মহিলাটি হঠাৎই পা হড়কে পড়ে গেলেন। তিনি যেহেতু হাত ধরেছিলেন তাই আর এক মহিলাও পড়ে গেলেন। তবে ভাগ্য ভালো যুবকটি কিন্তু পড়ে যাননি। যুবকটি সবার প্রথমে সিঁড়ি দিয়ে উঠে গেলেন।

মজার কাণ্ড হলো ওই দুই মহিলার একজন শুয়ে শুয়েই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠলেন। আর একজন উঠলেন বসে বসে। মহিলা দুজনের এমন কাণ্ড দেখে শপিং মলে বহু মানুষ জড়ো হয়ে যান। এমনকি সিঁড়িটা দিয়ে আবার কেউ উঠতেও পারছিলেন না। তারা যেভাবে উপরে উঠছিলেন, তাতে যে কোনও সময় একটা বড়সড় বিপদ ঘটে যেতে পারত। ভাগ্যের জোরেই তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন।

এই মজাদার কিন্তু ভয়ংকর ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Flipside Magazine নামক একটি ইনস্টা পেজ থেকে। বিভিন্ন মানুষ ভিডিয়োটি দেখেছেন। কমেন্টর ঝড় বয়ে গেছে ভিডিওটিতে। কেউ কেউ বলেছেন, এরকম সিরিয়াস বিষয় নিয়ে হাসাহাসির কিছুই হয়নি। আবার অনেকে বলেছেন, দুজন মহিলাকে একসঙ্গে তুলতে গিয়ে ছেলেটাই ভুল করেছেন।