লাল্টু : বৃহস্পতিবার বীরভূমের লোকপুর থানার অন্তর্গত বারাবন জঙ্গলে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। যে দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই তরতাজা যুবক। এর পাশাপাশি আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মোটর বাইকে চেপে তিনজন যুবক খয়রাশোল ব্লকের বারাবনি জঙ্গলে দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা জঙ্গলের একটি গাছে সজোরে ধাক্কা মারেন। ধাক্কা এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন যুবক। বাকি একজনকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা এবং লোকপুর থানার পুলিশ উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।
খয়রাশোলের বাসিন্দা প্রদীপ কুমার মন্ডল জানিয়েছেন, “আমাদের গ্রামের ৩ জন যুবক বৃহস্পতিবার লোকপুরের উদ্দেশ্যে গিয়েছিল। সেখান থেকে বাইকে করে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। বারাবন জঙ্গলে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে দুজন মারা যান এবং বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। মৃতদের ময়নাতদন্ত করানোর জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবক হলেন জয়দীপ ঘোষ (১৫), মনোজিৎ গোপ (১৪)। অন্যদিকে আহত আয়ুশ বাগ। মৃত দুজনেরই বাড়ি খয়রাশোল গ্রামে এবং আহত আয়ুসের বাড়ি লোকপুর থানার অন্তর্গত সারসা গ্রামে। ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।