রাতারাতি কোটিপতি দুই জামাই, শ্বশুরবাড়িতেই ঘুরলো ভাগ্যের চাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কখন যে কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে তার কারোর জানা নেই। ঠিক এমনটাই ঘটলো দুই জামাইয়ের ক্ষেত্রে। রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন তারা। রাতারাতি এইভাবে তাদের ভাগ্য ফেরালো লটারির টিকিট।

Advertisements

রাতারাতি এইভাবে নিজেদের ভাগ্য বদলে ফেলা দুই জামাই হলেন সৌমেন মন্ডল এবং অরূপ কোনাই। সৌমেন মন্ডলের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত উখনাডাঙ্গা গ্রামে। অন্যদিকে অরূপ কোনাইয়ের বাড়ি বীরভূমের পাইকর থানার অন্তর্গত কলহপুর গ্রামে। তারা দুজনেই হলেন মুরারইয়ের জামাই।

Advertisements

এই দু’জন বুধবার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এরপর ওই দিন সকালে বাজারে বেড়াতে গিয়ে দুই জামাই মিলে ৭৫ টাকা করে দিয়ে মোট ১৫০ টাকার লটারির টিকিট কাটেন। সেই টিকিটেই তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে কোটিপতি হয়ে যান। সেই টিকিটের খেলার রেজাল্ট বের হতেই দেখা যায় প্রথম পুরস্কার হিসাবে উঠে এসেছে এক কোটি টাকা।

Advertisements

লটারিতে কোটি টাকা জেতার খবর তারা জানতে পেরেই নিরাপত্তার খাতিরে তারা ছুটে আসেন মুরারই থানায়। বুধবার সন্ধ্যাবেলাতেই তারা থানায় এসে থানার পুলিশ আধিকারিকদের বিষয়টি জানান এবং পুলিশের তরফ থেকে তাদের নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করা হয়।

সৌমেন মন্ডল এবং অরূপ কোনাই দুজন রাজমিস্ত্রির কাজ করেন বলে জানা যাচ্ছে। বুধবার সকালবেলা তারা এই লটারির টিকিট কিনেছিলেন রাজগ্রাম ভবানীপুর বাসস্ট্যান্ডের কাছে থাকা একটি লটারির টিকিট বিক্রেতার কাছে। রাজমিস্ত্রির কাজ করে তারা জীবনে কোনদিন এইভাবে কোটিপতি হবেন তা ভাবেন নি। এই লটারির টিকিট তাদের ভাগ্য বদলে দিলো। পুরস্কার থেকে প্রাপ্ত টাকা ভাগ করে নেওয়ার পর এখন তারা দুজনে কয়েক লক্ষ টাকার মালিক।

Advertisements