Uber App Cab: কালো ধোঁয়ার দিন শেষ! এবার কলকাতায় Uber নিয়ে এলো অত্যাধুনিক অ্যাপ ক্যাব

Prosun Kanti Das

Published on:

This time, Uber brought the latest app cab to Kolkata: পরিবহন ব্যবস্থাতেও এসেছে অ্যাপের ছোঁয়া। এখন অ্যাপের মাধ্যমে চলছে যাতায়াত। যাত্রী সুবিধার্থে এই পরিষেবাটি অত্যন্ত উপকারী। যে কোন সময়ে, যে কোন জায়গায় অ্যাপের পরিষেবা পাওয়া যায় খুব সহজে। গাড়ি বুকিং করার পদ্ধতিও খুবই সহজ। তাই স্বাভাবিকভাবেই অ্যাপ ক্যাবের (Uber App Cab) যথেষ্ট চাহিদা রয়েছে যাত্রীদের মধ্যে। পরিবহন ব্যবস্থায় আরো ১ টি পরিবর্তন এসেছে। পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির তুলনায় বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ২ টো বিষয়কে মাথায় রেখেই নতুন প্রযুক্তি নিয়ে এসেছে উবার এখন থেকে যাতায়াত হবে দূষণমুক্ত।

উবার অ্যাপ ক্যাবের (Uber App Cab) মাধ্যমে কলকাতার পরিবহন ব্যবস্থার মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। পরিবেশ বান্ধব, দূষণমুক্ত পরিবহন ব্যবস্থা প্রচলন করতে উবার অ্যাপ ক্যাব নিয়ে এসেছে নতুন প্রযুক্তি। নতুন এই গাড়িগুলি মূলত ইলেকট্রিক চালিত গাড়ি। গাড়িগুলির নাম দেওয়া হয়েছে উবার গ্রিন। এর আগে এই ধরনের পরিষেবা কলকাতার বুকে চালু করেছিল স্ন্যাপ-ই। বর্তমানে উবার অ্যাপ পরিবেশ বান্ধব এই পরিষেবা চালু করে পরিবেশের উন্নতির স্বার্থে এক ধাপ এগিয়ে গেল।

উবার অ্যাপ ক্যাবের (Uber App Cab) পক্ষ থেকে নিয়ে আসা নতুন উবার গ্রিন গাড়িগুলি একেবারেই পরিবেশ বান্ধব। বিন্দুমাত্র পরিবেশ দূষণের সম্ভাবনা নেই এই গাড়ি থেকে। জ্বালানি হিসেবে পেট্রোল বা ডিজিটাল ব্যবহার করা হলে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে ব্যাপকহারে। ইলেকট্রিক গাড়িতে সেই সম্ভাবনা নেই। তাই বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক গাড়ি তৈরি করা শুরু করেছে। উবার অ্যাপ ক্যাব ইলেকট্রিক গাড়িকে ব্যবহার করে পরিবেশ দূষণ রুখতে উদ্যোগী। কলকাতাকে দূষণ মুক্ত করতে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু পরিবেশবান্ধব নয়, গাড়িগুলি দেখতেও বেশ স্মার্ট।

আরও পড়ুন 👉 Extra Coaches in Train: আরও সহজে কনফার্ম হবে পুরি যাওয়ার টিকিট, এবার বড় পদক্ষেপ নিল দক্ষিণ পূর্ব রেল

উবার গ্রীন গাড়িগুলি একেবারে পরিবেশ বান্ধব। কোনরকম অতিরিক্ত কার্বন ছড়ানোর ভয় নেই এই গাড়িগুলি থেকে। অর্থাৎ দূষণের কোন সম্ভাবনা নেই। কলকাতা বাসিকে দূষণমুক্ত পরিবেশ পাওয়ার ক্ষেত্রে নতুন আশার আলো দেখাবে উবার অ্যাপ ক্যাবের (Uber App Cab) নতুন গাড়িগুলি। সমগ্র কলকাতা জুড়ে এখনো পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব হয়নি সংস্থার পক্ষে। কিন্তু নেতাজি সুভাষ বিমানবন্দর অর্থাৎ দমদম বিমানবন্দর থেকে পাওয়া যাবে এই গাড়িগুলির পরিষেবা। সাধারণ ক্যাব বুকিং এর মতই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে উবার গ্রিন গাড়িগুলি। পরিষেবা পাওয়া যাবে দমদম এয়ারপোর্ট থেকে কলকাতার মধ্যবর্তী গন্তব্যস্থল পর্যন্ত। শুধুমাত্র যাত্রীরা নয় এই গাড়িগুলিকে নিয়ে আশার আলো দেখছে পরিবহন দপ্তরও।

সাধারণত আগে উবারের অ্যাপ নিজেদের ফোনে ইন্সটল করতে হয়। তারপর সেই অ্যাপে লগইন করে সেখান থেকে বুক করা যায় ক্যাব। এই পরিষেবা সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে। যেকোনো সময় গাড়ির প্রয়োজন হলে সহজেই অ্যাপ ক্যাবের মাধ্যমে বুকিং করে পাওয়া যায় গাড়ি। যাতায়াত নিয়ে চিন্তায় পড়তে হয় না যাত্রীদের। তবে সম্প্রতি নতুন একটি পরিষেবা চালু করেছে উবার অ্যাপ ক্যাব (Uber App Cab)। এখন থেকে ফোনে উবারের অ্যাপ না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা যাবে গাড়ি।