Uber New System: Uber বুকিংয়ে বড় বদল, চাপ বাড়তেই ভাড়া নিয়ে নতুন পরিকল্পনা!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওড়া রেল স্টেশন রোড অথবা শিয়ালদা, বা ধর্মতলা, দূরপাল্লার বাস ট্রেন থেকে নেমে সহজেই গন্তব্যে পৌঁছানোর জন্য প্রথমেই আমজনতার যা মনে আসে তা হলো অ্যাপ ক্যাব (App Cab)। কম সময়ে এবং আরামদায়কভাবে যাত্রা করার জন্য বিভিন্ন সংস্থার অ্যাপ ক্যাবের বিকল্প আর কিছু হতে পারে না। যে কারণে দিন দিন শহর এবং শহরতলীতে বিভিন্ন সংস্থার অ্যাপ ক্যাবের ব্যবহার বাড়ছে। আবার বিভিন্ন সংস্থা তাদের ব্যবসা শুরু করার ফলে বাড়ছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পড়ে এবার Uber তাদের যাত্রীদের রাইড বুকিংয়ের নিয়মে বদল আনার পরিকল্পনা গ্রহণ করল।

Advertisements

বর্তমানে কলকাতা এবং শহরতলিতে যেসব জনপ্রিয় অ্যাপ ক্যাব রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো Uber, Indrive, Ola, Rapido ইত্যাদি। তবে এই সব সংস্থার মধ্যে একটু হলেও আলাদা সুযোগ দেওয়া হয়ে থাকে ইনড্রাইভ অ্যাপে। কি বাড়তি সুবিধা দেওয়া হয়? আসলে ওই অ্যাপের মাধ্যমে আপনি যখন কোন রাইড বুকিং করবেন তখন ভাড়ার ক্ষেত্রে নিজের পছন্দের বিষয়টি জড়াতে পারে।

Advertisements

কোন জায়গা পৌঁছানোর জন্য আপনি যখনই কোন রাইড বুকিং করবেন তখন আপনাকে সংস্থার তরফ থেকে একটি ভাড়া দেখানো হবে। আপনি পছন্দ অনুযায়ী রাইড বুকিং করতে পারেন আবার চাইলে সেখানে দাম দর করতে পারেন। এই অ্যাপের মধ্যে রাইডের ভাড়া কমানো এবং বাড়ানোর অপশন রয়েছে। এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে সংস্থা অথবা চালক বেশি ভাড়া দাবি করছেন তাহলে আপনি তা কমিয়ে সংস্থার সঙ্গে দরদাম করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Cheapest App Cab: Ola, Uber-এর দিন শেষ! এবার এই ৫ অ্যাপে অর্ধেক দামে হবে ক্যাব, বাইক রাইড

এতদিন পর্যন্ত এই ব্যবস্থা InDrive সংস্থার তরফ থেকে দেওয়া হয়ে থাকলেও এবার চাপে পড়ে একই ব্যবস্থা আনতে চলেছে Uber। তাদের তরফ থেকে Uber Flex নামে একটি ফিচার ভারতে চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা জানা যাচ্ছে তাতে সংস্থার তরফ থেকে নতুন এই ফিচার খুব তাড়াতাড়ি চালু করা হবে। মূলত InDrive সংস্থার এমন অফারের পাল্টা হিসাবে Uber নতুন এই ব্যবস্থা চালু করতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

নতুন এই ফিচার চালু হলে যাত্রীরা ৯ রকমের ভাড়ার অপশন দেখতে পাবেন নিজেদের রাইড বুকিং করার সময়। বর্তমানে Uber অ্যাপের মাধ্যমে যে সকল অপশন দেখতে পাওয়া যায় তার থেকে নতুন ফিচারের অপশনগুলি আলাদা হতে চলেছে। আবার এই ফিচার InDrive অ্যাপের থেকেও কিছুটা আলাদা হবে বলেই জানা যাচ্ছে। তবে এই ফিচার এলে যাত্রীরা অনেক বেশি সুবিধা পাবেন বলেই আশা করা হচ্ছে।

Advertisements