নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরির জন্য যারা দিনরাত এক করে পরিশ্রম করছেন তাদের জন্য এবার সুখবর দিল সরকারি ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক (UCO Bank)। তাদের তরফ থেকে এবারে তাদের ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (UCO Bank Recruitment) জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। এই বিষয়ে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে লিংক সহ অন্যান্য তথ্য দেওয়া হয়েছে।
ইউকো ব্যাংকের তরফ থেকে নিয়োগের বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, মোট ছয়টি শূন্য পদে নিয়োগ করা হবে। তিনটি পদের জন্য মোট ছয় জনকে নিয়োগ করা হবে। যে সকল শূন্য পদে নিয়োগ করা হবে সেই পদগুলি হলো চিফ টেকনোলজি অফিসার বা CTO, ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার ও ম্যানেজার-আর্কিটেক্ট।
ইউকো ব্যাংকের তরফ থেকে এই সব নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, CTO পদের জন্য যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ৪০ থেকে ৫৭ বছর। অন্যদিকে ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার ও ম্যানেজার-আর্কিটেক্ট শূন্য পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।
আরও পড়ুন ? WB Police Recruitment: বদলে যাচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়ম! আরও সহজে মিলবে চাকরি
প্রত্যেকটি শূন্য পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। এর পাশাপাশি পদের ভিত্তিতে বেতনের পরিকাঠামোতেও তারতম্য রয়েছে। পাশাপাশি বেতন হবে নিযুক্তদের যোগ্যতা ও অন্যান্য মাপকাঠির উপর ভিত্তি করে। কর্মীদের প্রথমে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এবং পরে প্রয়োজনমতো মেয়াদ বৃদ্ধি করা হবে।
ইউকো ব্যাংকের তরফ থেকে যে সকল শূন্য পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই সকল শূন্য পদে আবেদনের জন্য সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের ৭০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। এই সকল শূন্য পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীরা ২৯ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন। তারপর আর আবেদন গ্রহণ করা হবে না।