UCO Bank Recruitment: বেকারত্বের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এবার চাকরিপ্রার্থীদের জন্য থাকছে নতুন চমক। সম্প্রতি, ইউকো ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন রাজ্যে কাজের জন্য কর্মী নিয়োগ করবে ইউকো ব্যাংক। অনলাইনে আবেদন করা যাবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে খবর, মোট শূন্য পদের সংখ্যা ২৫০। আপনার বয়স যদি ২০ থেকে ৩০ বছরের মধ্যে হয়ে থাকে, তবে আপনি আবেদন করতে পারবেন। গুজরাট, মহারাষ্ট্র, অসম, কর্নাটক, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, মেঘালয়, কেরল, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে নিযুক্তদের পোস্টিং হবে।
আপনি যদি ব্যাংকে চাকরি করার কথা ভেবে থাকেন, তবে এটি একটি দারুণ সুযোগ হতে পারে। লোকাল ব্যাঙ্ক অফিসার পদের জন্য কর্মী নিয়োগ করবে ইউকো (UCO Bank Recruitment) ব্যাংক। নিযুক্তদের প্রথম দু’বছর “প্রবেশন” এ থাকতে হবে। এরপর কাজের উপর নির্ভর করে তাদের কনফার্মেশন দেওয়া হবে। এক্ষেত্রে বেতন থাকছে ৪৮, ৪৮০ টাকা থেকে ৮৫, ৯২০ টাকা। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়াও বাংলা সহ অন্যান্য ভাষায় পারদর্শিতা থাকা প্রয়োজন। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরে।
আরও পড়ুন:Fake Universities: UGC এর তালিকায় ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়, রয়েছে বাংলার দুটি বিশ্ববিদ্যালয়
আবেদন জানানোর শেষ তারিখ আগামী ৫ই ফেব্রুয়ারি। আবেদনের জন্য সংরক্ষিত প্রার্থীদের ১৭৫ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের ৮৫০ টাকা জমা দিতে হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ব্যাংকের (UCO Bank Recruitment) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি সহ আবেদন করতে পারবেন। আরো অতিরিক্ত তথ্য জানতে আগ্রহীরা ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কিভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে? প্রার্থী নিয়োগ হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। এছাড়াও স্থানীয় ভাষার পারদর্শিতার পরীক্ষাও দিতে হবে। সর্বশেষে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতার নিরিখে প্রার্থী নিয়োগ (UCO Bank Recruitment) প্রক্রিয়া সম্পন্ন করা হবে।