নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে পলিসি ইত্যাদির ক্ষেত্রে গ্রাহকদের অথেন্টিকেশন অর্থাৎ যাচায়ীকরণ দরকার হয়। এই অথেন্টিকেশন দেওয়ার জন্য গ্রাহকদের যেতে হয় নিকটবর্তী অফিস অথবা সেন্টারে। স্বাভাবিকভাবেই যাওয়া আসা ইত্যাদির ক্ষেত্রে সময় নষ্ট হয়ে থাকে। এইরকম ছোটাছুটির হাত থেকে রেহাই দিতে আসছে নতুন এক ব্যবস্থা।
IIT বম্বের সঙ্গে হাত মিলিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নতুন এক পন্থা আনতে চলেছে। নতুন এই পন্থাকে বলা হচ্ছে টাচলেস বায়োমেট্রিক ক্যাপচার সিস্টেম। এর মাধ্যমেই গ্রাহকদের আর কোথাও ছোটাছুটি না করে বাড়ি থেকেই যে কেউ বায়োমেট্রিকের কাজ করে নিতে পারবেন।
বাড়িতে বসেই এই ধরনের বায়োমেট্রিকের কাজ করার জন্য স্মার্টফোনের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেই সিস্টেমকে কাজে লাগানো হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়টি কাজ করবে অনেকটা ক্যামেরার মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মত। এই সিস্টেমের মাধ্যমে একসঙ্গে একাধিক আঙ্গুলের ক্যাপচার করার ক্ষমতা থাকবে। এর ফলে প্রমাণিকরণের জন্য সাকসেস রেট বেশি থাকবে।
এমন ইন্টারফেস তৈরি করার জন্য UIDAI IIT Bombay-এর National Center of Excellence in Technology for Internal Security (NCETIS)-র সঙ্গে যৌথভাবে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হচ্ছে, এটি ইউনিভার্সাল অথেনটিকেটর সিস্টেম তৈরির করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হতে পারে।
তবে এই পদ্ধতি আনার ক্ষেত্রে এখন কোন পর্যায়ে বিষয়টি রয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি। পাশাপাশি এই ধরনের ইন্টারফেস তৈরি হলে আগামী দিনে কি কি সুবিধা পাবেন দেশের মানুষ তাও স্পষ্ট নয়। যদিও অথেন্টিকেশনের বিষয়টি বাড়ি থেকেই সেরে ফেলা যাবে তা নিশ্চিত। NCETIS হল IIT Bombay এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) যৌথ উদ্যোগ। ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে পড়ে এই উদ্যোগ।