আধার কার্ডের দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দিলো UIDAI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আধার কার্ড বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। ব্যাঙ্কের খাতা খোলা থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা লাভ সবকিছুতেই জরুরী হয়ে পড়েছে আধার কার্ড। পাশাপাশি আগামী দিনে আধার কার্ড না থাকলে খাদ্য সুরক্ষা আইনের নূন্যতম চাহিদা পূরণের ব্যবস্থা রেশনেরও সুবিধা মিলবে না।

Advertisements

Advertisements

তবে আধার কার্ড এই সকল একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নেওয়ার সাথে সাথে একাধিক ক্ষেত্রে অনিয়মও লক্ষ্য করা যাচ্ছে। এই অনিয়ম রুখে দেওয়ার জন্য এবার আধার প্রস্তুতকারক সংস্থা UIDAI সিদ্ধান্ত নিয়েছে দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়ার।

Advertisements

১) যে গুরুত্বপূর্ণ দুটি পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে একটি হলো ভ্যালিডেশন লেটারের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা। এই ব্যবস্থার মাধ্যমে মূলত যে সকল ব্যক্তিরা ভাড়াবাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকতেন তারা এই লেটারের মাধ্যমে নিজেদের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারতেন।

কিন্তু আধার প্রস্তুতকারক সংস্থা UIDAI এই ক্ষেত্রে অনেক অনিয়ম লক্ষ্য করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার পরিপ্রেক্ষিতে এবার এই ভ্যালিডেশন লেটার দিয়ে ঠিকানা আপডেট করার অপশন বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিবর্তে ভাড়াটিয়ারা যদি নিজেদের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে তাদের অন্য কোনো সরকারি অ্যাড্রেস প্রুফ দেখাতে হবে।

২) দ্বিতীয় যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটি হল রিপ্রিন্ট। এই রিপ্রিন্ট অপশন আর UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে থাকছে না। পরিবর্তে যে সকল গ্রাহকরা তাদের আধার কার্ড নতুন করে পেতে চান তাদের PVC আধার কার্ড অপশন বেছে নিয়ে আবেদন করতে হবে। PVC আধার কার্ড অনেকটা এটিএম কার্ডের মত শক্তপোক্ত। তবে এক্ষেত্রে গ্রাহকদের সুবিধা একটাই, রিপ্রিন্ট করার ক্ষেত্রে যে খরচ হতো সেই একই খরচ হবে। অর্থাৎ গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ৫০ টাকা।

Advertisements