লঞ্চ হলো mAadhaar অ্যাপের নতুন ভার্সন, মিলবে ৩৫টির বেশি সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি নাগরিকদের কাছে বর্তমানে আধার খুব গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিগণিত। ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে শুরু করে নানান সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই আধার নম্বর আবশ্যিক। আর এই আবশ্যিকতার গুরুত্ব বুঝে এবার UIDAI এর তরফ থেকে তাদের mAadhaar অ্যাপের নতুন ভার্সন লঞ্চ করা হলো। যাতে যুক্ত করা হয়েছে একাধিক সুবিধা। বর্তমানে এই নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই ৩৫টির বেশী সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

Advertisements

Advertisements

UIDAI এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, mAadhaar অ্যাপের মধ্য দিয়ে নতুন এবং আপডেট করা ফিচারগুলি উপভোগ করার জন্য গ্রাহকরা পুরাতন অ্যাপ আনইন্সটল করে নতুন ভার্সনের অ্যাপ ইন্সটল করতে পারেন। নতুন ভার্সনে আরও একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা।

Advertisements

নতুন এই অ্যাপে যে সকল সুবিধাগুলি পাওয়া যাবে তার মধ্যে গুরুত্বপূর্ণ সুবিধাগুলি হলো আধার ডাউনলোড করা, অফলাইন ই-কেওয়াইসি, আধার ভেরিফিকেশন, মোবাইল নম্বর অথবা ইমেল ভেরিফিকেশন, ভার্চুয়াল আইডি জেনারেট, কিউআর কোড স্ক্যান, কিউআর কোড জেনারেট, ঠিকানা পরিবর্তন, আধার ভ্যালিডেশন লেটারের অনুরোধ, আধার স্ট্যাটাস, আধার আপডেট স্ট্যাটাস, ঠিকানা পরিবর্তনের স্ট্যাটাস, পিভিসি আধার কার্ডের অনুরোধ, আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক স্ট্যাটাস ইত্যাদি।

এছাড়াও এই অ্যাপ থেকেই বর্তমানে আধার কেন্দ্রের অ্যাপোয়েন্টমেন্ট বুক করা যাবে। জানা যাবে আপনার নিকটবর্তী কোথায় আধার এনরোলমেন্ট সেন্টার রয়েছে। পাশাপাশি এই অ্যাপ এখন বিভিন্ন আঞ্চলিক ভাষায় ব্যবহার করাও যাবে। মূলত ব্যবহারকারীদের সুবিধার্থে UIDAI তাদের আধার অ্যাপে এই নতুন নতুন সুবিধা যোগ করেছে।

Advertisements