যখন তখন শুরু হতে পারে যুদ্ধ, রইলো ইউক্রেন-রাশিয়া সংঘাতের ১০টি পয়েন্ট

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে সবচেয়ে বড় আন্তর্জাতিক ইস্যু হলো ইউক্রেন রাশিয়া সংঘাত। পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নেতারা ইতিমধ্যেই দাবি করেছেন পূর্ণ সেনা মোতায়েন করে রাখা হয়েছে। ইউক্রেন রাশিয়ার এই সংঘাতের মধ্যে আমেরিকার তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে, চূড়ান্ত মুহূর্তে আজ দাঁড়িয়ে রয়েছে বিশ্ব। তবে এরই মাঝে দেখে নেওয়া যাক রাশিয়া-ইউক্রেন সংঘাতের ১০টি পয়েন্ট।

১) আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়িয়ে জানিয়েছে, সে দেশের উপর কোনো হুমকি এলে গুরুত্ব সহকারে দেখা হবে। রাশিয়া-ইউক্রেন এদিকে এগোলে আমেরিকা তার সহযোগীদের নিয়ে অর্থনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।

২) ইউক্রেন রাশিয়ার তিক্ততার মাঝেও আমেরিকা রাশিয়াকে নানানভাবে কটাক্ষ করতে ছাড়ছে না। মার্কিন প্রতিরক্ষা সচিব রাশিয়াকে সাপের সঙ্গে তুলনা করেছেন।

৩) ইউক্রেনের মধ্যে থাকা প্রো রাশিয়া বিচ্ছিন্নতাবাদীর প্রধান হুংকার দিয়ে জানিয়েছেন, অস্ত্রহাতে তাদের পরিবার রক্ষা করতে। জয় তাদেরই হবে।

৪) ইউক্রেন সীমান্ত লাগোয়া একটি গ্রামের একটি বাড়িতে শেল আঘাত আনা হয়েছে।

৫) ইউক্রেনের শাসক দলের মুখপাত্র বিদেশি মিডিয়া এবং জনপ্রতিনিধিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

৬) হামলার আশঙ্কায় ইতিমধ্যেই জার্মানি তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।

৭) তবে এই নিয়ে রাশিয়াকে সতর্ক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ভন দের লেয়েন। শনিবার এই সতর্ক করা হয়।

৮) ন্যাটোর জেনারেল সেক্রেটারিও মস্কোতে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাশিয়া আমাদের ভাগ করতে চাইলে বিপরীতটা হবে। তৈরি হবে আরও ঐক্যবদ্ধ ন্যাটো।

৯) ব্রিটেন সামগ্রিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে তাইওয়ানকে। তাদের দাবি, ইউক্রেন বিপদে পড়লে গোটা বিশ্বেই তার প্রভাব পড়বে।

১০) তবে এমন পরিস্থিতির মধ্যে রাশিয়া তার নিজের স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার মিসাইল ফোর্সের মহড়া শুরু করেছে।