ভয়ে দেশ ছেড়ে পালান নি, ভিডিও বার্তায় কি জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ভোর রাত থেকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর মনে করা হচ্ছিল ইউক্রেন ভালোভাবেই প্রতিরোধ করবে। কিন্তু সময় যত এগিয়ে আসছে ততই লক্ষ্য করা যায় একের পর এক জায়গা দখলে আসছে রাশিয়ার। শুক্রবার দুপুর বেলা পর্যন্ত যে খবর পাওয়া যায় তাতে জানা যায়, রুশ সেনা রাজধানী কিয়েভের প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে চলেছে দ্রুতগতিতে।

রুশ সেনার এইভাবে দ্রুতগতিতে কিয়েভের প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তে খোঁজ পাওয়া যাচ্ছিল না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। মনে করা হচ্ছিল প্রাণ বাঁচাতে হয়তো তিনি কোন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন অথবা কপ্টারে চেপে অন্য কোন দেশে পালিয়ে গিয়েছেন। তবে এই জল্পনাকে দূর করলেন খোদ জেলেনস্কি। রাতে ভিডিও বার্তার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন, ‘কোথাও যায়নি। এখানেই আছি। দেশকে রক্ষা করছি।’

এর পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তার সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। এই দীর্ঘ সময় দুজনের মধ্যে সামরিক সাহায্য নিয়ে কথা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এসবের পরেও প্রশ্ন উঠছে, জেলেনস্কি কি পারবেন ইউক্রেন রক্ষা করতে!

এদিন যখন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সদর্পে দেশের মানুষকে আশ্বস্ত এবং সাহস দেওয়ার জন্য ভিডিও বার্তা দেন তখন তাকে লক্ষ্য করা যায়, অন্যান্য ছেলেদের মতো তিনি জলপাই রঙের পোশাক পরে রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর তার সঙ্গে রয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী, চিফ অফ স্টাফ সহ অন্যান্য পদাধিকারীরা।

সাম্প্রতিক ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির এমন সদর্পে ঘোষণা করা ভিডিওটি পোস্ট করা হয়েছে তাদের প্রতিরক্ষা বিভাগের টুইটার হ্যান্ডেল থেকে। যে ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘আমরা সকলে এখানে আছি। আমাদের সেনা এখানে আছে। আমরা সকলে আমাদের দেশ, আমাদের স্বাধীনতাকে রক্ষা করছি।’