আসছে রুশ ট্যাঙ্ক, ভাবনা-চিন্তার সময় নেই, নিজেকে উড়িয়ে পথ আটকালেন

নিজস্ব প্রতিবেদন : গত বৃহস্পতিবার ভোর রাত থেকে ইউক্রেনের উপর হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। সামরিক শক্তি থেকে শুরু করে অর্থনৈতিক দিক দিয়ে কয়েকগুণ এগিয়ে থাকা রাশিয়ার সামনে এই যুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ গড়ে তোলা অনেক কঠিন। তবে সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে দেখা যাচ্ছে ইউক্রেন সেনা এবং সেই দেশের সাধারণ মানুষদের। মূলত তাদের মধ্যে কাজ করছে দেশাত্মবোধ এবং আত্মবিশ্বাস।

রুশ সেনাদের তরফ থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক এলাকায় বোমা বর্ষণ করে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হলেও শেষ রক্তবিন্দু পর্যন্ত যেন লড়তে প্রস্তুত সেই দেশের সাধারণ মানুষ থেকে সেনা। রুশ সেনাদের হাত থেকে রাজধানীর রক্ষা করতে সাধারণ মানুষদেরও বন্ধুক হাতে পথে নামতে লক্ষ্য করা গিয়েছে। ঠিক তেমনি ঘটনার সাক্ষী থাকলো গত শুক্রবার।

রুশ ট্যাঙ্ক সামনে এগিয়ে আসতে দেখে কোন ভাবনা চিন্তার সময় পাননি এক ইউক্রেন সেনা আধিকারিক। সেই মুহূর্তে তার মাথায় কাজ করে, যেভাবেই হোক এই ট্যাঙ্ক আটকাতে হবে। সেই চিন্তা থেকেই নিজেকে শেষ করে দিতে দ্বিধাবোধ করেননি এই ইউক্রেন সেনা আধিকারিক। ইউক্রেন সেনার মেরিন ব্যাটেলিয়নের ইঞ্জিনিয়ার ভিটালি স্কাকুন ভোলোদিমিরোভিচ রুশ সেনার ট্যাঙ্ক আটকাতে নিজেকে উড়িয়ে দেন সেতুর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই নায়কের কাহিনী এখন ভাইরাল। ইউক্রেন সেনাদের তরফ থেকে এই আধিকারিককে কুর্নিশ জানানো হয়েছে।

রাশিয়ার অধীনে থাকা ক্রিমিয়া ও ইউক্রেনের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করে খেরসেন প্রদেশের হেনিচেস্ক সেতু। এই সেতু দিয়েই এগিয়ে আসার কথা রুশ সেনাদের। তাদের এই গতি প্রতিহত করতে সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেন সেনারা। তবে যেভাবে রুশ সেনা এগিয়ে আসছিল, তাতে কোনো উপায় খুঁজে না পেয়ে তাদের প্রতিহত করার জন্য সেতুটি উড়িয়ে দেন ওই সেনা আধিকারিক, সঙ্গে বিসর্জন দেন নিজের জীবন।

https://twitter.com/Vladimi81231035/status/1497275810813980673?t=l0uxmcG2vH-C1Roaoazdvw&s=19

সেতুটি আগে থেকেই উড়িয়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই লক্ষ্য করা যায় রুশ সেনা এগিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে ওই সেনা আধিকারিক কোনো উপায় খুঁজে না পেয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো এবং সেতু সমেত নিজেও উড়ে যান। এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান তার সঙ্গী সেনারাও।