Umbrella বানান ভুল বলায় জর্জরিত সুদীপ্তার জীবন, অবশেষে মুখ খুললেন ছাত্রীর বাবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজ্যের বেশকিছু পরীক্ষার্থী তাদের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে। অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি তারা আন্দোলনে নামে পাস করানোর দাবিতে। পাস করানোর দাবিতে আন্দোলনে নামার এইসকল পরীক্ষার্থীদের মধ্যেই একজন সুদীপ্তা।

Advertisements

নদীয়ার সুদীপ্তা বিশ্বাস এই আন্দোলনে সামিল হওয়ার পর তাকে এক সাংবাদিক Umbrella বানান জিজ্ঞেস করলে সুদীপ্তা সেই প্রশ্নের উত্তরে Amrela বলে। এরপর থেকেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং রাতারাতি অচেনা এক পরীক্ষার্থী টোন টিটকিরির শিকার হয়ে ছড়িয়ে পড়তে শুরু করে। মোটের উপর সোশ্যাল মিডিয়ার চুলচেরা এই বিশ্লেষণে সুদীপ্তার জীবনে নেমে আসে ঝড়।

Advertisements

সুদীপ্তার এই Amrela বানান নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ভিডিও তৈরি হয়নি। কেউ তার এই বানান নিয়ে রিমিক্স ভিডিও তৈরি করেছেন। কেউ আবার তৈরি করেছেন আরও মজার মজার ভিডিও। তবে ওই ছাত্রীর পরিস্থিতি এখন কি তা হয়তো কারোর খোঁজ নেওয়ার ফুরসত হয়নি। এবার এই নিয়েই মুখ খুললেন তার বাবা।

Advertisements

সুদীপ্তার বাবা সুকুমার বিশ্বাস জানান, ‘মেয়ে ভালো নেই। মেয়ে দু’তিন বার আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা চোখে চোখে রাখছি বলে এখনও কোনও অঘটন ঘটেনি। আমরা বাড়ি থেকে বার হতে পারছি না। যেসব কথা বলছে তা সহ্য করা যাচ্ছে না। যাঁরা এসব রটাচ্ছেন তাঁদের অনুরোধ করছি এই রকম করবেন না।’

এর পাশাপাশি এই ঘটনার পর কাছের মানুষরাও দূরে সরে গিয়েছে বলেও জানিয়েছেন সুদীপ্তার বাবা সুকুমার বাবু। তার কথা অনুযায়ী, ‘নিজের আত্মীয় প্রতিবেশীরা খারাপ মন্তব্য করছেন। বলছেন পড়াশোনা শেখাতে পারেননি। আমি দেখেছি ইউটিউবে ওই ভিডিয়োটা। ওকে বলেছে ‘আমবেলা’ বানান করতে। তাই ও ওই বানান করেছে। ওকে যদি বলত ‘আমব্রেলা’ বানান করতে তাহলে হয়তো ঠিক বলত। যেভাবে প্রশ্ন করা হয়েছে সেভাবে উত্তর দিয়েছে। আমার মনে হয় ও ঠিক উত্তর দিয়েছিল।’

Advertisements