নিজস্ব প্রতিবেদন : পরীক্ষায় ফেল করে পাশ করানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন গত বছর থেকেই ট্রেন্ডে এসেছে। সেইমতো এই বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর বিভিন্ন জায়গায় দেখা যায় ফেল করা পরীক্ষার্থীদের পাশ করানোর দাবিতে বিক্ষোভে সামিল হতে। তবে এদের মধ্যেই আলাদাভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে সুদীপ্তা।
উচ্চমাধ্যমিকে অকৃতকার্য নদীয়ার সুদীপ্তা বিশ্বাস এইভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসার মূলে রয়েছে ‘Umbrella’। সুদীপ্তা এবং তাদের কয়েকজন ইংরেজি বিষয়ে ফেল করার পর রাস্তায় বসে পড়েন পাস করানোর দাবিতে। তাদের দাবি, ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কিভাবে ফেল করতে পারেন তারা। ইংরেজিতে ফেল তারা মেনে নিতে পারে নি।
সংবাদমাধ্যমের সামনে সুদীপ্তা জানান, রাষ্ট্রবিজ্ঞানী এসে লেটার মার্কস পেয়েছে। কিন্তু তাকে ইংরেজিতে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরেই ওই সাংবাদিক সুদীপ্তাকে ‘Umbrella’ বানান বলতে বলেন। আর সেই বানান বলতে গিয়েই কার্যত বিপাকে পড়তে হয় সুদীপ্তাকে এবং থতমত খেয়ে ‘Umbrella’ -র পরিবর্তে বলে ‘Amrela’। সেই টুকরো ভিডিও নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় রিলের বন্যা।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটুক্তি এবং রিল ভিডিও নিয়ে বেজায় অস্বস্তিতে সুদীপ্তা এবং তার পরিবারের সদস্যরা। সুদীপ্তার বাবা সুকুমার বিশ্বাস জানিয়েছেন, তাদের এখন এই পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে। এমনকি আত্মীয়-স্বজনরাও তাদের পাশ থেকে সরে গেছেন। এই পরিস্থিতিতে তার মেয়ে একাধিকবার আত্মহত্যা করতে গেছিল বলে দাবি করেছেন তিনি।
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুদীপ্তা এবং তার পরিবারের সদস্যরা চরম অস্বস্তির শিকার হলেও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন মতুয়া সংঘের প্রতিনিধিরা। তারা পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রয়োজন পড়লে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।