Under the new rules, all these payments can no longer be made by credit card: বর্তমানের ডিজিটাল যুগে ক্রেডিট কার্ড ব্যবহার করে না এমন মানুষ খুব কম আছে। কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য নানা কাজে ক্রেডিট কার্ডের ব্যবহার করা হয়। কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ক্রেডিট কার্ড নিয়ে আনলো বড় সিদ্ধান্ত (Credit Card New Rules)। আরবিআই এর সিদ্ধান্ত অনুসারে খুব তাড়াতাড়ি শীঘ্রই ক্রেডিট কার্ডের মাধ্যমে আর দেওয়া যাবে না বাড়ি বা দোকান ভাড়া, সোসাইটি ফি, টিউশন ফি এবং ভেন্ডর ফি দেওয়ার মতো পেমেন্ট। এমন বহু মানুষ ছিলেন যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো নিতেন তাদের পক্ষে সত্যিই অসুবিধার।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড এর মধ্য দিয়ে এই ধরনের লেনদেনের কড়া আপত্তি জানিয়েছে। আরবিআই এর বক্তব্য অনুসারে ক্রেডিট কার্ডের উৎপত্তি হয়েছে ব্যবসায়িক লেনদেনের জন্য, অন্যান্য কোন কাজের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না (Credit Card New Rules)। অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজাইন করা হয়নি। আরবিআই স্পষ্টভাবে জানিয়েছে, যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক এবং মার্চেন্ট ছাড়া অন্য কোনও লেনদেন হয়, এক্ষেত্রে কিন্তু অর্থ গ্রহণকারী ব্যক্তিকেও একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে হবে। নিয়মের কিছু পার্থক্য আছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে।
দেশ যত ডিজিটাল হচ্ছে জনগণ নিজেদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য ক্রেডিট কার্ড তত বেশি ব্যবহার করছে কিন্তু এতে আপত্তি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। ব্যবসায়িক লেনদেন ছাড়া কোনোভাবেই নিজেদের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা যাবে না ক্রেডিট কার্ড। আরবিআই-এর মতে, শুধুমাত্র ফেব্রুয়ারিতেই ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ১.৫ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে। বছরে এটি বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬ শতাংশ। এই অর্থপ্রদানের সিংহভাগ দেওয়া হয়েছে রেন্ট, টিউশন ফি এবং সোসাইটি ফি-র মতো বিষয়ে। সেই কারণেই এই নয়া নিয়ম(Credit Card New Rules) আনলো কেন্দ্রীয় ব্যাংক।
বিগত কয়েক বছরের মধ্যে এই দেশে বিভিন্ন ধরনের ফিনটেক কোম্পানি এসেছে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া দেওয়ার অপশন রাখছে। এই কাজটি করার জন্য ক্রেডিট কার্ডধারীর একটি বিশেষ এসক্রো অ্যাকাউন্ট খোলা হয়। এই ধরনের পেমেন্টের জন্য সেই ফিনটেক কোম্পানি চার্জ কাটে প্রায় জন্য ১ থেকে ৩ শতাংশ। এই পদ্ধতিতে কোম্পানির লাভ হলেও ক্রেডিট কার্ডের ওপর অতিরিক্ত চাপ প্রদান করা হচ্ছে। গ্রাহকেরাও এর সুযোগ নিচ্ছেন। ধরুন আপনার কাছে নগদ টাকা নেই সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া দিলে সেই টাকা মেটানোর ক্ষেত্রে আপনাকে সুযোগ দেওয়া হবে ৫০ দিন। বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানি আবার এই ধরনের সুবিধা দেওয়ার ক্ষেত্রে ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্টও অফার করে। আবার এমন কিছু কোম্পানি আছে যারা বার্ষিক চার্জ পর্যন্ত মকুব করে দিচ্ছে।
আরবিআই এর এই ধরনের অ্যাকশনে (Credit Card New Rules) বিভিন্ন ব্যাঙ্কগুলো সজাগ হয়ে উঠেছে। এখনো পর্যন্ত আরবিআই কোন বড় রকমের পদক্ষেপ নেয়নি। তবে এই ধরনের পেমেন্ট আর করা যাবে না ক্রেডিট কার্ডের মাধ্যমে। অনেক ব্যাঙ্ক বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে।