Under the Railway Penalty Rule, if caught doing this there will be a big punishment: ভারতীয় পরিবহন ব্যবস্থার মূল ভিত রেল পরিষেবা। ভারতে জল পথ, আকাশ পথ ও স্থল পথের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো রেল পরিষেবা। তবে ভারতীয় রেল পরিষেবা শুধুমাত্র ভারতের মধ্যেই নয়, বিশ্বের সমস্ত রেল পরিষেবাগুলির মধ্যেই একটি জায়গা করে নিতে সক্ষম হয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। প্রতিনিয়ত যাত্রী সুবিধার্থে রেলের উন্নতিকল্পে নিযুক্ত রয়েছে ভারতীয় রেল পরিষেবা। প্রতিনিয়ত নিয়ে আসা হচ্ছে নতুন নতুন পরিকল্পনা। যাত্রী সুবিধার কথা উঠলে সবার প্রথমে মনে পড়ে যাত্রী সুরক্ষার কথা। রেলওয়ে পরিষেবার ক্ষেত্রে যাত্রী সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ নিল করা পদক্ষেপ (Railway Penalty Rule)।
বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ার প্রতি এতটাই আকর্ষিত যে ভাইরাল হওয়ার চক্করে যা খুশি করে ফেলতে পারে। এমনকি প্রাণের ঝুঁকি নিতেও একটুও ভয় পায় না তারা। শুধুমাত্র লাইক, শেয়ার পাবার আশায় যে কোন সীমা অতিক্রম করে যেতে দুবার ভাবেনা তারা। এই পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষ নিল কড়া পদক্ষেপ (Railway Penalty Rule)। এখন থেকে আর ট্রেনে অথবা স্টেশনে যা খুশি করা যাবে না। কোনরকম দুঃসাহসীক স্টান্ট করার আগে একটু ভেবে নিতে হবে নতুন প্রজন্মকে। কোনরকম দুঃসাহসিক স্টান্ট করতে গিয়ে ধরা পড়লে দিতে হবে বড় মাশুল।
ট্রেনের ভিতরে অথবা স্টেশন চত্বরে একাধিক স্টান্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। রেললাইনের উপরেও বিভিন্ন রকম ভিডিও বানাতে দেখা গেছে এর আগে। সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথম থেকেই। এবার ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরেও কিছু করার আগে ১০ বার ভেবে নেবেন। যেকোন রকম স্টান্টের জন্যই দিতে হবে জরিমানা। ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে কোনরকম স্টান্ট করতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে সাথে সাথে কড়া পদক্ষেপ (Railway Penalty Rule) গ্রহণ করবে ভারতীয় রেলওয়ে পরিষেবা। ইতিমধ্যে এই ধরনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরই কেন্দ্রীয় রেলওয়ে এই ভিডিও সংক্রান্ত বিষয়ে কড়া সতর্কবার্তা জারি করেছে।
আরও পড়ুন ? Mobile Recharge: মোবাইল রিচার্জের খরচ কমাতে এবার আসরে নামলো TRAI, নেওয়া হলো নতুন পদক্ষেপ
কেন্দ্রীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, কোন ব্যক্তিকে ট্রেন অথবা স্টেশন চত্বরে ভিডিও বানাতে দেখলে সাথে সাথে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গেছে মুম্বাইয়ের একটি যুবক সেউড়ি স্টেশন চত্বরে দৌড়ে বেড়াচ্ছে এবং ট্রেনের দরজা ধরে ঝুলছে। এই মুহূর্তে যুবকটিকে খুঁজে বেড়াচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাকে দিয়েই শুরু হবে শাস্তির প্রক্রিয়া। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এবং বাকি ভিডিও প্রস্তুতকারকদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। যেকোনো রকম ভিডিও বানাতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে এমনই করা পদক্ষেপ (Railway Penalty Rule) নেবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে সম্প্রতি একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। সেই প্রেস কনফারেন্সেই জানানো হয়েছে, এখন থেকে ট্রেন অথবা স্টেশন চত্ত্বরে কোনরকম দুঃসাহসিক স্টান্ট করা যাবে না। যদি কোন ব্যক্তি এমন কোন ভিডিও বানান বা কোন স্টান্ট করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে রেল প্রটেকশন ফোর্স। আইন বিরুদ্ধভাবে কোন ভিডিও বানাতে গিয়ে ধরা পড়লে সাথে সাথে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ (Railway Penalty Rule) নেবে রেল কর্তৃপক্ষ। তাতে সে যত বিখ্যাতই হোক না কেন ছাড় পাবে না কেউই। জাতি নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় রেল।