নিজস্ব প্রতিবেদন : সেই কবে থেকে কাজ চলছে হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে গঙ্গার তলায় মেট্রোর (Underwater Metro)। শুধু কাজ নয়, এর পাশাপাশি ট্রায়াল রান হয়ে যাওয়া এবং বারবার শুরু হওয়ার জল্পনা বাড়িয়েও আজও শুরু হলো না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত মেট্রো পরিষেবা। কিন্তু কেন শুরু হল না? শুরু না হওয়ার পিছনে বড় কারণ সামনে এসেছে।
কলকাতা দেশের মধ্যে প্রথম পেয়েছিল মেট্রো পরিষেবা। এরপর এই কলকাতা মেট্রোই (Kolkata Metro) পেতে চলেছে প্রথম দেশের আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা। এই মেট্রো পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার অন্তর্গত। এই প্রকল্পের মধ্যে রয়েছে মোট ১৬.৫৫ কিলোমিটার মেট্রো পথ। যার মধ্যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। ১৬.৫৫ কিলোমিটারের মধ্যে ৯.৩০ কিলোমিটারের কাজ শেষ হওয়ার পর দ্রুতগতিতে চলছে ৪.৮০ ও ২.৪৫ কিমি কাজ শেষ করার।
৪.৮০ কিলোমিটার মেট্রো পথের কাজ চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে এবং বাকি ২.৪৫ কিমি আগামী বছর জুন মাসের মধ্যে শেষ করা হবে বলে মনে করা হচ্ছে। এই পুরো মেট্রো লাইনের মধ্যে ২৫০ মিটার মেট্রো লাইন থাকবে গঙ্গার নিচে। এই ২৫০ মিটার মেট্রো লাইনের প্রতীক্ষাতেই রয়েছেন রাজ্যের বাসিন্দারা। কেননা এই রুটে মেট্রো পরিষেবা চালু হলে হাওড়া ব্রিজ দিয়ে কলকাতায় ঢুকতে যে সময় লাগে তা অনেক কমে যাবে। ৪৫ সেকেন্ডে ২৫০ মিটার পথ পার করা যাবে।
আরও পড়ুন ? Metro fare: এবার স্যাট করে যাওয়া যাবে দক্ষিণেশ্বর কালী মন্দির! মেট্রো আনছে নতুন উপহার
তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ পরিদর্শন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কমিশন অফ মেট্রো রেল সেফটির তরফ থেকে। জানা যাচ্ছে, এসপ্ল্যানেড থেকে শিয়ালদার পূর্বমুখী টানেলের হাল সন্তোষজনক নয়। যে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি গত কয়েকদিন ধরে এখানকার কিছু অংশে রেললাইন পাতার কাজ বন্ধ রয়েছে।
তাহলে কবে এই মেট্রো পরিষেবা চালু হবে? এই প্রসঙ্গে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে পরিষেবা চালুর পুরো সিদ্ধান্ত রেল বোর্ড নিয়ে থাকে। যে কারণে রেল বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত পরিষেবা চালুর বিষয়ে কিছু জানানো না হওয়ার পরিপ্রেক্ষিতে কবে তা চালু হবে তা সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। এছাড়াও এখনো কাজ শেষ হয়নি এবং সিআরএস সম্পূর্ণ হয়নি। এই সমস্ত কাজ ধাপে ধাপে হওয়ার পরেই পরিষেবা চালু হবে।