Underwater Tunnel Aquarium is now in Kolkata: শীতকাল মানেই পরিবারের সাথে কিংবা বন্ধু-বান্ধবদের সাথে ঘুরতে বেরিয়ে পড়া। বাঙালি এমনিতেই ভ্রমনপ্রিয় জাতি, সুযোগ পেলে তারা বেরিয়ে পড়ে দূর দূরান্তে। এই সময় বহু মানুষ পিকনিক করতেও ভালোবাসে। শীতকে উপভোগ করার বহু রকম বিকল্প পথ রয়েছে। আজকাল কলকাতাতে ঘুরতে যাওয়ার বহু ঠিকানা রয়েছে। তার ওপর সমগ্র রাজ্যবাসীর জন্য আছে এক নতুন আকর্ষণ। শুধু দুবাই নয় কলকাতাতেই পেয়ে যাবেন এই নয়া চমক (Underwater Tunnel Aquarium)।
তিলোত্তমা নগরী ক্রমশ সেজে উঠেছে এক নতুন সাজে। এখন আর রাজ্যবাসীর দূরে কোথাও যাওয়ার দরকার পড়ে না। কলকাতার মধ্যেই এত সুন্দর জায়গা তৈরি হচ্ছে ঘোরার জন্য যা পর্যটকদের সহজেই আকর্ষিত করে। যেমন নিকো পার্ক থেকে শুরু করে সায়েন্স সিটি, চিড়িয়াখানা, ইকো পার্ক প্রভৃতি জায়গায় শীতকালে লোকজন গমগম করতে থাকে। তবে এ বছরের শীত কলকাতাবাসী চাইলেই অন্যভাবে কাটাতে পারে। আছে একটা দুর্দান্ত সুখবর যার রীতিমতো চমকে দেবে গোটা রাজ্যবাসীকে (Underwater Tunnel Aquarium)।
এতদিন ধরে বাংলার মানুষ যে জিনিসটার মোহে বিদেশে ছুটতেন সেটাই এখন কলকাতার মাটিতে দেখা যাবে। তবে সেই জিনিস দেখার জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। পার্ক সার্কাসে (Park Circus) নামলেই দেখা পাবেন এই জিনিসের। চলুন দেরি না করে বিস্তারিতভাবে জেনে নিয়ে আসল বিষয়টি। পার্ক সার্কাসে সুদূর দুবাইয়ের আদলে তৈরি করা হয়েছে ‘টানেল অ্যাকোরিয়াম’ (Underwater Tunnel Aquarium)।
আপনি যদি কলকাতার পার্ক সার্কাসে যান তাহলে মাথার উপর, ডানে, বাঁয়ে সব জায়গাতেই দেখতে পাবেন কেবল জল। আর সেখানেই ভেসে বেড়াচ্ছে নানা ধরনের প্রাণী। এবার খাস কলকাতার মাটিতে তৈরি হল এমনই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। তবে পার্ক সার্কাসের এই আকর্ষণীয় জিনিসটিকে ঠিক আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম বলা যায় না, আসলে এটি টানেল অ্যাকোরিয়াম (Tunnel Aquarium) ।
চলতি বছরের ২৭ নভেম্বর অবধি এই অ্যাকোরিয়ামটি (Underwater Tunnel Aquarium) দেখার সুযোগ রয়েছে। তবে দর্শক বাড়লে আরও একমাস দেখানো হবে বলে জানা যাচ্ছে। কি আছে এই বিশাল আকার অ্যাকোরিয়ামটিতে? এই বিরাট ট্যাংকের মধ্যে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন ধরণের রঙিন মাছ, সামুদ্রিক মাছ ইত্যাদি। সম্প্রতি পার্ক সার্কাসের উদ্দীপনি ক্লাবের সভাপতি গৌরব বাড়ি ধাওয়ান জানিয়েছেন, দুবাইয়ের অ্যাকোরিয়াম আদলেই কলকাতার মাটিতে এই ধরনের জিনিস তৈরি করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, কাজটি করতে সময় লেগেছে টানা তিন মাস এবং ব্যয় হয়েছে বিপুল টাকা। তাই দেরি না করে আপনিও ঘুরে আসুন পার্ক সার্কাস থেকে।