Union Bank FD Scheme: ৮% সুদ, ধামাকা ফিক্সড ডিপোজিট প্ল্যান নিয়ে হাজির ইউনিয়ন ব্যাঙ্ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Union Bank FD Scheme: বিনিয়োগের ক্ষেত্রে সাধারণের প্রথম পছন্দ ব্যাংকের বিভিন্ন প্রকল্পগুলি। আর সেই কথা মাথায় রেখেই গ্রাহকদের জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে হাজির হয় ব্যাংকগুলি। তবে ব্যাংকের বিভিন্ন প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো ফিক্স ডিপোজিট স্কিম। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য এই স্কিমটি অত্যন্ত উপকারী। ভারতের সরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম হলো ইউনিয়ন ব্যাংক। এবার ফিক্সিড ডিপোজিটের ক্ষেত্রে একটি দারুণ আকর্ষণীয় অফার নিয়ে হাজির হলো ইউনিয়ন ব্যাংক (Union Bank FD Scheme)। ৩৯৯ দিনের প্রকল্পে পেয়ে যাবেন ৮% সুদ। ইউনিয়ন ব্যাংকের এই নতুন স্টিমটি সম্পর্কে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

Advertisements

বেশিরভাগ মানুষই ফিক্স ডিপোজিটের মধ্যে দিয়ে অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন। কারণ, এই প্রকল্পটি সবথেকে বেশি নিরাপদ। ঝুঁকির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এই প্রকল্পগুলিতে বিভিন্ন ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কীমের জনপ্রিয়তা বেশ ভালো। ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন যে আকর্ষণীয় অফারটি নিয়ে আসা হয়েছে তাতেও বেশ আগ্রহী বিনিয়োগকারীরা। ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে ৩৯৯ দিনের একটি ফিক্সড ডিপোজিট স্কিমের (Union Bank FD Scheme) অফার করা হয়েছে। ইতিমধ্যে এই স্কিমটিকে নিয়ে গ্রাহকদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।

Advertisements

ভারতের অন্যতম সরকারি ব্যাংক ইউনিয়ন ব্যাংক ফিক্সড ডিপোজিটের (Union Bank FD Scheme) ক্ষেত্রে একটি আকর্ষণীয় প্রকল্প অফার করেছে। ৩৯৯ দিনের মেয়াদ যুক্ত এই প্রকল্পে ৭.২৫ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা। বিভিন্ন বয়সের ব্যক্তিরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। কিন্তু এই একটি নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে সবার জন্য সুদের পরিমাণ সমান রাখা হয়নি। তাই কার জন্য সুদের পরিমাণ কত রাখা হয়েছে, তা নির্ভর করবে বিশেষ কয়েকটি বিষয়ের উপর। তার মধ্যে প্রধান হলো বয়স। মূলত বয়সের উপর নির্ভর করেই নির্ধারণ করা হবে সুদের পরিমাণ এবং মেয়াদ শেষে প্রাপ্ত অর্থের পরিমাণও।

Advertisements

আরও পড়ুন : Passport Size Picture: পাসপোর্ট সাইজের ছবি বিক্রেতাদের পেটের ভাত নিয়ে টানাটানি, এবার ১০ মিনিটে বাড়িতে ছবি পাঠাবে নতুন অ্যাপ

ইউনিয়ন ব্যাংকে ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটের (Union Bank FD Scheme) ক্ষেত্রে তিনটি বয়সসীমা ভাগ করা হয়েছে। সাধারণ নাগরিক অর্থাৎ ১৮ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা, সিনিয়র সিটিজেন অর্থাৎ ৬০ থেকে ৮০ বছর বয়সী ব্যক্তিরা এবং ৮০ বছরের ঊর্ধ্বে সকলের জন্য সুপার সিনিয়ার সিটিজেন। এই তিনটি বিভাগের উপর নির্ভর করে সুদের পরিমাণ নির্ভর করা হবে। সহজ ভাষায় বলতে গেলে সাধারণ নাগরিক এই একই প্রকল্পের জন্য সবথেকে কম সুদ পাবেন আর সুপার সিনিয়ার সিটিজেনরা এই প্রকল্পের জন্য সবথেকে বেশি মাত্রায় সুদ পাবেন। সাধারণ নাগরিকদের জন্য ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ধার্য করা হয়েছে ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা সুদ পাবেন ৭.৫০ শতাংশ এবং সুপার সিনিয়ার সিটিজেনরা সুদ পাবেন ৮ শতাংশ। ৩৯৯ দিনের প্রকল্পের জন্য এটাই সর্বাধিক সুদ।

ইউনিয়ন ব্যাংকে ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে (Union Bank FD Scheme) বিনিয়োগ করলে রিটার্ন হিসেবে কত টাকা পাওয়া যাবে সেটার হিসেব নিকেশটিও বুঝে নেওয়া যাক। কোন বিনিয়োগকারী যদি এই স্কিমটিতে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সুদের পরিমাণের উপর ভিত্তি করে আর্থিক রিটার্ন পাবেন তারা। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণ ৭.২৫ শতাংশ অর্থাৎ এক লক্ষ টাকা বিনিয়োগে ৩৯৯ দিন পর তারা ফেরত পাবেন ১ লক্ষ ৮ হাজার ১০০ টাকা। একইভাবে সিনিয়র সিটিজেনরা ৭.৫০ শতাংশ হারে সুদে রিটার্ন হিসেবে পাবেন ১ লক্ষ ৮ হাজার 400 টাকা। সুপার সিনিয়ার সিটিজেনরা সর্বাধিক সুদ পাচ্ছেন, তাই তাদের আর্থিক রিটার্নের পরিমাণটা সবার থেকে বেশি। এক লক্ষ টাকা বিনিয়োগে ৩৯৯ দিন পর সুপার সিনিয়র সিটিজেনরা ফেরত পাবেন ১ লক্ষ ৯ হাজার টাকা।

Advertisements