নিজস্ব প্রতিবেদন : রোজগার করে রোজগারের কিছু অংশ সঞ্চয় করার ক্ষেত্রে এখন দেশের অধিকাংশ মানুষ ব্যাঙ্ক (Bank) অথবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে থাকেন। সঞ্চিত অর্থের উপর বেশি সুদ পেতে ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়। তবে এবার গ্রাহকদের জন্য সুখবর দিয়ে একটি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে জমা করা টাকার উপরে সুদের পরিমাণ বাড়ালো। সেভিংস অ্যাকাউন্টে জমা করার টাকার উপর সুদের পরিমাণ বৃদ্ধি করার ফলে এখন গ্রাহকরা বাড়তি লাভের মুখ দেখবেন।
সেভিংস অ্যাকাউন্টে জমা করা টাকার উপর সুদের পরিমাণ বৃদ্ধি করেছে ইউনিয়ন ব্যাঙ্ক (Union Bank of India)। এই ব্যাংকের তরফ থেকে এবার সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করার উপর আগের তুলনায় বেশি সুদ দেওয়া হচ্ছে। এখন তাদের তরফ থেকে গ্রাহকদের ৪ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হয়েছে ২০ নভেম্বর থেকে। এক্ষেত্রে গ্রাহকদের ৪ শতাংশ সুদ পেতে হলে কত টাকা জমা রাখতে হবে চলুন দেখে নেওয়া যাক।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোয়ার্টারে ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৯০%। মুনাফা বৃদ্ধির পরিমাণ বেড়ে তা এখন হয়েছে ৩৫১১.৪ কোটি টাকা। যেখানে একই সময় গত বছর অর্থাৎ ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে মুনাফার পরিমাণ ছিল ১৮৪৮ কোটি টাকা। তবে ব্যাংকের তরফ থেকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ৪ শতাংশ সুদের ঘোষণা করা হয়েছে তা আমজনতার পক্ষে লাভ তোলা একপ্রকার অসম্ভব।
কেননা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেভিংস অ্যাকাউন্টে থাকা টাকার উপর সুদের যে স্ল্যাব ঘোষণা করা হয়েছে তা একেবারেই কল্পনাতীত। যদিও আগের তুলনায় সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। এই ব্যাংকের তরফ থেকে ২০ নভেম্বর ২০২৩ থেকে সেভিংস অ্যাকাউন্টে থাকা টাকার উপর গ্রাহকরা কত সুদ পাবেন তা জানানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।
যদি কোন গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় থাকে তাহলে তিনি ২.৭৫ শতাংশ সুদ পাবেন। ৫০ লক্ষ টাকা থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত সঞ্চয়ের ক্ষেত্রে সুদ দেওয়া হবে ২.৯০ শতাংশ। ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা থাকলে সেক্ষেত্রে সুদ দেওয়া হবে ৩.১০ শতাংশ। ৫০০ কোটি টাকা থেকে ১০০০ কোটি টাকা পর্যন্ত থাকলে সুদ পাওয়া যাবে ৩.৯০ শতাংশ এবং যদি কোন গ্রাহকের ১০০০ কোটি টাকার বেশি সঞ্চয় থাকে তাহলে তিনি সুদ হিসাবে পাবেন ৪ শতাংশ।