নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল ব্যাঙ্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্যাঙ্ক হল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India)। বর্তমানে দেশে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা কয়েক কোটি। বিভিন্ন সময় এই ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অফার অথবা উপহার হিসাবে দেওয়া হয়ে থাকে। ঠিক সেই রকমই এবার তারা মহিলা গ্রাহকদের জন্য ডিভা ক্রেডিট কার্ড (Union Bank Divaa Credit Card) নামে একটি ক্রেডিট কার্ড চালু করল।
ডিভা ক্রেডিট কার্ড কেবলমাত্র মহিলাদের জন্য ইস্যু করা হবে। ব্যাংকের তরফ থেকে মহিলাদের আলাদা করে বেশ কিছু সুবিধা তুলে দেওয়ার জন্য এই ক্রেডিট কার্ড চালু করেছে। ১৮ বছর থেকে ৭০ বছর বয়সী মহিলারা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই ক্রেডিট কার্ডে বেশ কিছু সুবিধা তুলে দেওয়া হচ্ছে মহিলার গ্রাহকদের।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে সকল শর্ত দেওয়া হয়েছে সেই সকল শর্ত অনুযায়ী যদি কোন মহিলা বেতনভোগী হয়ে থাকেন তাহলে তিনি ৬৫ বছর পর্যন্ত এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মহিলা স্পেশাল এই ক্রেডিট কার্ডের আবেদন জানানোর জন্য বছরে অন্ততপক্ষে ২.৫ লক্ষ টাকা আয় হতে হবে আবেদনকারীর। যারা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে চান তাদের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে।
সুযোগ-সুবিধা: ১) মন্ত্র, ফ্লিপকার্ট, বুক মাই শো সহ বিভিন্ন ব্র্যান্ডেড ওয়েবসাইট থেকে কেনাকাটার জন্য আলাদা করে ভাউচার যাওয়া হয়।
২) এই ক্রেডিট কার্ড রয়েছে এমন মহিলাদের বছরে ৮ টি ডোমেস্টিক বিমানবন্দর লাউঞ্জ এবং ২টি আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ ব্যবহার করার অফার দিয়ে থাকে।
৩) যারা এই ক্রেডিট কার্ডের অধিকারী হন সেই সকল মহিলাদের বছরে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দিয়ে থাকে।
৪) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিভা ক্রেডিট কার্ড ব্যবহার করে জ্বালানি ক্রয় করার সময় এক শতাংশ ছাড় দেওয়া হয়। সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
৫) এই ক্রেডিট কার্ড যে সকল গ্রাহকদের রয়েছে তারা প্রত্যেক ১০০ টাকা কেনাকাটা বা খরচের উপর দুটি করে রিওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকেন।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিভা ক্রেডিট কার্ডের জন্য কোনরকম আবেদন ফি বা প্রসেসিং ফি লাগে না। তবে ৪৯৯ টাকা বার্ষিক ফি লাগে। আবার যে সকল গ্রাহকরা একটি অর্থবর্ষে ৩০ হাজার টাকার বেশি খরচ করে থাকেন তাদের এই বার্ষিক ফি পুরোপুরিভাবে মুকুব করে দেওয়া হয়।