হকার-চর্মকার-সেলুন মালিকদের ঋণ দেবে কেন্দ্র, বাড়লো ধানের ন্যূনতম সহায়ক মূল্য

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে দেশের অর্থনীতি দীর্ঘদিন লকডাউন চলার কারণে ভেঙে পড়েছে। আর এই অর্থনীতির পরিকাঠামোকে চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মে মাসে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এরপর সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠকে দেশের কৃষক ও ছোট, বড়, মাঝারি শিল্প তথা ব্যবসায়ীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।

Advertisements

Advertisements

চাষীদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে ১৪ টি ফসলের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি এর ফলে চাষীরা আগের তুলনায় ৫০ থেকে ৮৩ শতাংশ বেশি লাভবান হবেন। পাশাপাশি অতি ক্ষুদ্র, মাঝারি, ছোট শিল্প এবং হকারদের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৫৩ টাকা বাড়িয়ে করা হয়েছে কুইন্টাল প্রতি ১৮৬৮ টাকা। এছাড়াও তুলোর ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য ২৬০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৫১৫ টাকা। এরকম আরও ১৪ টি ফসল রয়েছে যাদের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। আর এগুলি ২০২০-২১ সালের ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে প্রযোজ্য।

পাশাপাশি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার জানিয়েছেন, এখন থেকে কৃষকরা তাদের ঋণ শোধ করার জন্য আরও বেশি সময় পাবেন। কৃষকদের কৃষাণ ক্রেডিট কার্ডের ঋণ দেওয়া হবে। দেশের যেকোনো জায়গায় চাষীরা তাদের ফসল বিক্রি করতে পারবেন।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর দেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ২০ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলিকে উৎসাহ দেওয়ার জন্য ৫০ হাজার কোটি টাকার ফন্ড অফ ফন্ড তৈরি করা হবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে হকার, চর্মকার ও সেলুন মালিকদের মত ছোট ছোট ব্যাবসায়ীদের ১০,০০০ টাকা করে ঋণ পাবেন। মাঝারি শিল্পের ক্ষেত্রে যাদের বার্ষিক ২৫০ কোটি টাকার লেনদেন রয়েছে তারা ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

Advertisements