LIC-র শেয়ার আসার আগেই চমক, এই বিষয়ে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদন : গত বছর কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছিল বাজারে আনা হবে এলআইসির আইপিও। সেই ঘোষণা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে শুরু করে কেন্দ্র। চলতি বছর বাজেটে এই আইপিও আনার পথে আরও ত্বরান্বিত করা হয়। রাষ্ট্রায়াত্ত এই বিমা সংস্থার হাত ধরে কোষাগারে মোটা আয়ের লক্ষ্য রয়েছে কেন্দ্রের।

কেন্দ্রের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আগামী মাসখানেকের মধ্যেই হয়তো বাজারে চলে আসবে এলআইসির শেয়ার। এই শেয়ার আসার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এই শেয়ার নিয়ে শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বিশেষ ক্ষেত্রে ছাড়পত্র দিল। বিশেষ এই ছাড়পত্র হিসাবে বলা হয়েছে, ২০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যাবে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই ছাড়পত্রের অর্থ হলো, এবার এলআইসির শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে কোন বিদেশী সংস্থাকে কোন ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবে না। দেশি কোন সংস্থার সঙ্গে গাঁটছড়া না বেঁধেই বিদেশি যে কোন সংস্থা এলআইসির শেয়ারের ২০ শতাংশ কিনে নিতে পারবে। এর পাশাপাশি এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এলআইসির শেয়ারের উপর দেশীয় সংস্থাগুলির একচ্ছত্র অধিকার থাকছে না।

কিন্তু কেন কেন্দ্র এমন সিদ্ধান্ত নিল? কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এলআইসি শেয়ারে প্রতিযোগিতা বাড়বে। প্রতিযোগিতা বাড়লেই বৃদ্ধি পাবে দাম। যদিও এই বিদেশী সংস্থার বিনিয়োগের বিষয়টি বাজেটেই ছাড় দেওয়া হয়েছিল। তবে সেক্ষেত্রে মনে করা হচ্ছিল হয়তো ১০% ছাড় দেওয়া হবে কিন্তু এদিনের ঘোষণায় এই ছাড় বেড়ে দাঁড়াল দ্বিগুণ অর্থাৎ ২০ শতাংশ। এই সিদ্ধান্তের ফলে কোষাগারের ঘাটতি দ্রুত পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, এলআইসির আইপিও আগামী মার্চ মাসের ১১ তারিখ বাজারে আসতে পারে। প্রথম দুদিন বাজার খোলা হবে বড় মাপের বিনিয়োগকারী অর্থাৎ অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য এবং তার দুদিন পর থেকেই সাধারণ বিনিয়োগকারীরা এলআইসির এই আইপিওতে বিনিয়োগ করতে পারবেন।