নিজস্ব প্রতিবেদন : স্বচ্ছতা বজায় রাখার জন্য বিজেপি সরকার তাদের নেতা-মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ প্রকাশ করে থাকে পিএম ইন্ডিয়া ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মোদির মন্ত্রিসভায় সবচেয়ে ধনী মন্ত্রী হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকাশিত তথ্য অনুযায়ী মোদির মন্ত্রিসভার সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ সম্পত্তির নিরিখে অন্যান্য মন্ত্রীদের পিছনে ফেলে দিয়েছেন।
পিএম ইন্ডিয়া ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ হল ৩৭ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার ৫৮০ টাকা। গতবছর ৫৬ বছর বয়সী কেন্দ্রীয় মন্ত্রীর সম্পত্তির পরিমাণ ছিল ২৮.৬৩ কোটি টাকা। অর্থাৎ সে অনুযায়ী এক বছরে তার সম্পত্তি বেড়েছে ৯.২৮ কোটি টাকা।
কেন্দ্রিয় এই মন্ত্রীর সম্পত্তি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়েছে। কারণ তার এই বিপুল পরিমাণ সম্পত্তি কোন সংস্থা দাবি করেনি। নিজের সম্পত্তির হিসেব প্রকাশ্যে এনেছেন খোদ অমিত শাহ নিজেই। এই প্রকাশকরা সম্পত্তির হিসেব থেকেই জানা যাচ্ছে একাধিক খুঁটিনাটি প্রসঙ্গ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দশটি স্থাবর সম্পত্তি রয়েছে। যেগুলির সবকটি রয়েছে গুজরাতে। তার নিজস্ব এবং মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তির মূল্য বর্তমানে দাঁড়িয়েছে ১৩.৫৬ কোটি টাকা। বর্তমানে অমিত শাহ এর নিজস্ব সম্পত্তির বাজার মূল্য হল ৫ কোটি ৭১ লক্ষ ০৮ হাজার ৫৯৩ টাকা। অন্যদিকে মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তির বাজার মূল্য ৭ কোটি ৮৫ লক্ষ টাকা।
সম্পত্তি সংক্রান্ত পেশ করা নথি থেকে জানা যাচ্ছে অমিত শাহের ব্যাংকে জমা রয়েছে ৩২ লক্ষ ৩৩ হাজার ০৭৪ টাকা। পাশাপাশি শেয়ার রয়েছে ৩,০৮,১৪০। যে শেয়ারের বর্তমান বাজার মূল্য হল ২৩ কোটি ৪৫ লক্ষ ৭৩ হাজার ১৯৯ টাকা। নিজের নামে থাকা শেয়ারের মূল্য ২.২৮ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩.৭৮ কোটিতে।
এছাড়াও রয়েছে ফিক্সড ডিপোজিট, যার মূল্য হল ৩ লক্ষ ৪০ হাজার ৯০৮ টাকা। তার নামে থাকা সোনার গয়নার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ ৯১ হাজার ৭৫০ টাকা। তার নামে থাকা ইন্সুরেন্স পলিসির বাজার মূল্য হলো ১৫ লক্ষ ৫৬ হাজার ৩৮৯ টাকা। অন্যদিকে সম্প্রতি দেওয়া তার সম্পত্তির হিসেব অনুযায়ী সম্পত্তি আরও বেড়ে দাঁড়িয়েছে ৩৮.০৭ কোটি টাকা।