নিজস্ব প্রতিবেদন : দেশের কোনায় কোনায় শুরু হয়েছে প্রথম দফার করোনা টিকাকরণ। পাশাপাশি তালে তাল মিলিয়ে দেশে কমছে আক্রান্তের সংখ্যা এবং সক্রিয় রোগীর সংখ্যা। এমত মুহূর্তে দেশের নাগরিকরা তাকিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয় তার দিকে। আর নাগরিকদের আশা মতই ফেব্রুয়ারি মাসের করোনা বিধিতে কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হলো।
নতুন করে যে সকল ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সেগুলির মধ্যে অন্যতম সামাজিক, ধর্মীয়, খেলাধুলা, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদির ক্ষেত্রে। পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবা এবং রেল পরিষেবার ক্ষেত্রেও একাধিক ছাড় মিলতে চলেছে এই ফেব্রুয়ারি মাসেই।
এক ঝলকে কেন্দ্রের নয়া নির্দেশিকা
১) নির্দিষ্ট এসওপি মানে ছাড় দেওয়া হয়েছে সামাজিক, ধর্মীয়, খেলাধুলা, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি জমায়াতের ক্ষেত্রে। তবে তা অবশ্যই হতে হবে কনটেইনমেন্ট জোনের বাইরে।
২) সিনেমা হল এবং থিয়েটারের ক্ষেত্রে দর্শকদের প্রবেশ নিয়ে আরও ছাড়ের কথা বলা হয়েছে। অর্থাৎ আগের নির্দেশিকা অনুযায়ী ৫০ শতাংশের বেশি দর্শক প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা উঠে যাচ্ছে।
৩) করোনাকালে এযাবত বন্ধ থাকা সুইমিংপুল খোলার অনুমতি মিলেছে কেন্দ্রের তরফ থেকে।
৪) অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এই কড়াকড়ি শিথিল হচ্ছে ট্রেন পরিষেবার ক্ষেত্রেও। যার পরিপ্রেক্ষিতে এই নতুন এসওপি জারি করার নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে নির্দিষ্ট মন্ত্রালয়কে। তবে এই সিদ্ধান্ত নিজস্ব নিজস্ব মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে।
৫) স্কুল, কলেজ, হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল, মাল্টি কমপ্লেক্স, বিনোদন পার্ক, যোগা সেন্টার এবং জিমের ক্ষেত্রেও নিয়মাবলীতে আনা হচ্ছে শিথিলতা। প্রতিটি ক্ষেত্রেই নতুন এসওপি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই সকল ছাড় দেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে প্রত্যেক জেলার জেলাশাসক এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সামাজিক দূরত্ব এবং অন্যান্য করোনাবিধি কঠোরভাবে লাগু করার জন্য। এগুলি লাগু করার জন্য প্রয়োজন পড়লে জেলা শাসকরা ১৪৪ ধারা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ নতুন এই নির্দেশিকায় ছাড় দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের হাতেও ক্ষমতা প্রয়োগের বেশকিছু অধিকার দেওয়া হয়েছে।
Union Home Ministry issues an order to enforce guidelines for surveillance, containment & caution which will be effective from Feb 1 to Feb 28; states/UTs mandated to continue to enforce containment measures & SOPs on various activities & COVID appropriate behaviour. pic.twitter.com/owHbYZVgmt
— ANI (@ANI) January 27, 2021
নতুন এই করোনাবিধি দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জারি হতে চলেছে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে। নতুন এই বিধি চলবে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত।