Unknwon Fact About Cheque: জানেন কি চেকে টাকার অঙ্ক লিখে ONLY কেন লেখা হয়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Unknwon Fact About Cheque: এমন অনেক জিনিস আছে যা সম্পর্কে মানুষের সঠিক কোন ধারনা নেই। অনেক শিক্ষিত মানুষও জানেন না এই ধরনের বিষয়গুলো। আজকের এই প্রতিবেদনে এমন একটি অজানা বিষয় নিয়ে আলোচনা করা হবে যা অবাক করে দেবে সকলকে। বিষয়টি সম্পর্কে অনেকেই হয়তো জানে না কিন্তু প্রায়ই এই ধরনের কাজ করতে হয় মানুষকে। চলুন এই প্রতিবেদনে জেনে নিই এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণটিকে।

Advertisements

আর্থিক লেনদেনের সময় চেকে টাকার অংক লেখার সময় ONLY শব্দটা সকলেই ব্যবহার করে। কিন্তু এই শব্দটা কেন ব্যবহার করা হয় তার আসল কারণ জানে না অনেকেই (Unknwon Fact About Cheque)। এই শব্দের মানে কী? কেন চেকে এই শব্দটা ব্যবহার করা হয় তার আসল কারণ জানে না বহু শিক্ষিত মানুষ পর্যন্ত। যদিও এর পেছনে রয়েছে অনেক বড় একটি কারণ। চেক হলো আর্থিক লেনদেনের একটি বড় মাধ্যম। চেকে টাকার অঙ্ক লেখার পর ONLY শব্দটি লিখে দেওয়া হয়। তবে কেন এই শব্দ লেখা হয়, তা অনেকেই জানেন না হয়তো। যদি আসল কারণ না জানেন তাহলে বিপদ বাড়বে আপনারই।

Advertisements

যখনই কারোর নামে চেক কাটা হয় তখন টাকার অংক লেখার পরে এই শব্দটির ব্যবহার করা হয়। এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ এক কারণ (Unknwon Fact About Cheque)। যদি আপনিও এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণ না জানেন তাহলে সমস্যায় পড়তে পারেন। ONLY শব্দটি লেখা হয় মূলত প্রতারণা আটকাতে। ONLY শব্দটি লেখা থাকলে আর্থিক দিক থেকে আপনাকে কেউ প্রতারিত করতে পারবেনা। প্রতারণার হাত থেকে বাঁচার জন্যই বেছে নেওয়া হয়েছে এই পথ।

Advertisements

আরও পড়ুন:Mobile Phone BoxMobile Phone Box: ফোনের খালি বাক্সকে আবর্জনা ভেবে ফেলে দেবেন না, এতেই লুকিয়ে রয়েছে গুপ্তধন

ধরুন কখনো আপনি কোন ব্যক্তির নামে ২৫ হাজার টাকার একটি চেক লিখেছেন। টাকার অঙ্কে লিখলেন- Twenty five thousand only. অর্থাৎ ২৫ হাজার টাকার পর আর কেউ কোনও শব্দ বসাতে পারবে না। ONLY শব্দটি এই কারণেই ব্যবহার করা হয়ে থাকে। যাতে আর্থিক দিক থেকে মানুষ প্রতারিত না হয়। এই গভীর কারণটি এতদিন পর্যন্ত হয়তো অনেকেই জানতো না। বিষয়টি খুবই ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। চেকে সংখ্যায় টাকার অঙ্ক লেখার পরও তাই একটি স্ল্যাস বা দাগ কেটে দিতে হয়। এতে পরে আর কোনও অক্ষর বা শব্দ কেউ বসাতে পারবে না।

ফলে এতক্ষণে নিশ্চয়ই সকলেরই পরিষ্কার হয়ে গেছে এই শব্দটির গুরুত্ব কতটা (Unknwon Fact About Cheque)। যদি চেকে এই কথাটি না থাকে তাহলে ঘটে যেতে পারে অনেক বড় বিপদ। চেকে ONLY লেখাটা কতটা প্রয়োজন এতক্ষণে নিশ্চয়ই সকলেই বুঝতে পারছেন। যদি এই কথাটি চেকে না লেখা হয় তাহলে নিমেষের মধ্যে বিপদ আসতে পারে জীবনে এবং ঘটে যেতে পারে আর্থিক ক্ষতি।

Advertisements