বাংলাএক্সপি ডেস্কঃ দেদার ইন্টারনেট সঙ্গে আরও কত কি! একদমই তাই, জিও (Jio) তাদের গ্রাহকদের জন্য এইরকমই তিনটি কম দামে রিচার্জ প্ল্যান এনেছে। যে দিনটি রিচার্জ প্ল্যান সম্পর্কে আজ আমরা আপনাদের জানাবো এই প্রতিবেদনে।
দাম বাড়ানোর পর জিওকে নিয়ে দেশের মানুষদের মধ্যে ক্ষোভ যতই বৃদ্ধি পাক না কেন, সত্যি বলতে প্রযুক্তি এবং সেই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে খরচের দিক দিয়ে জিওর ধারে কাছে কেউ নেই। যেমন ইন্টারনেটের গতি, ঠিক সেই রকমই নেটওয়ার্ক কভারেজ। আবার তারই সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। পরিষেবা থেকে শুরু করে প্রযুক্তিগত দিক দিয়ে এই টেলিকম সংস্থার ধারে কাছে আর কোন টেলিকম সংস্থা নেয়।
৩৪৯ টাকা : ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি রীতিমতো লাভজনক রিচার্জ প্ল্যান। কেননা এই রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি করে ডেটা পেয়ে থাকেন 4G ব্যবহারকারীরা। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস সহ জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমা সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ২৮ দিন। সবচেয়ে বড় বিষয় হলো যাদের কাছে 5G হ্যান্ডসেট রয়েছে তারা যত খুশি 5G ইন্টারনেট চালানোর সুযোগ পান।
আরও পড়ুন : BSNL : ঘরে ঢুকে যাবে জিও, বিএসএনএল আনলো ১৬০ দিনের লং লাস্টিং নতুন রিচার্জ প্ল্যান
৩৯৯ টাকা : ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানের মতোই ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে 5G হ্যান্ডসেট রয়েছে এমন গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট চালাতে পারেন। যাদের 4G হ্যান্ডসেট রয়েছে তারা আনলিমিটেড কলের পাশাপাশি প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং জিও টিভি, জিও ক্লাউড ও জিও সিনেমা সাবস্ক্রিপশন পান। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিন।
৪৪৯ টাকা : ৪৪৯ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করলে জিও গ্রাহকরা, যাদের 4G হ্যান্ডসেট রয়েছে তারা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেয়ে থাকেন। যাদের 5G হ্যান্ডসেট রয়েছে তারা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করার সুযোগ পান। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং ১০০ টি করে এসএমএস। রয়েছে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউড সাবস্ক্রিপশন। ভ্যালিডিটি দেওয়া হচ্ছে ২৮ দিন।