নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যুগান্তকারী পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থার নাম Jio। সস্তায় গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার নিরিখে সবার আগে পৌঁছে গিয়েছে এই টেলিকম সংস্থা। মাত্র কয়েক বছরের মধ্যেই এই টেলিকম সংস্থা দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয়েছে।
বর্তমানে গত বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে দেশের প্রতিটি টেলিকম সংস্থা নিজেদের প্ল্যানের দাম বৃদ্ধি করলেও অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় এখনো পর্যন্ত সস্তায় পরিষেবা দিয়ে আসছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার জিও। চলুন দেখে নেওয়া যাক এই টেলিকম সংস্থার সবচেয়ে সস্তায় আনলিমিটেড কল রয়েছে এমন প্ল্যানগুলি।
১৫৫ টাকা : সারা মাস অর্থাৎ ২৮ দিন আনলিমিটেড কল পরিষেবা দিতে পারে এমন জিওর রিচার্জ প্ল্যানটি হল ১৫৫ টাকা। এতে ২৮ দিন আনলিমিটেড কলের সুবিধা থাকার পাশাপাশি রয়েছে মোট ২ জিবি ডেটা। এছাড়াও রয়েছে ৩০০টি এসএমএস। সুতরাং এর চেয়ে সস্তা রিচার্জ প্ল্যান অন্য আর কোন বেসরকারি টেলিকম সংস্থার নেই।
একইভাবে এই ধরনের রিচার্জ প্ল্যান ৮৪ দিন এবং ৩৩৬ দিনের জন্য লঞ্চ করেছে জিও। এই তিনটি রিচার্জ প্ল্যানে সস্তায় আনলিমিটেড কলের পাশাপাশি জিও অ্যাপস সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে কলার টিউনের সুবিধা।
সস্তায় আনলিমিটেড কলের জন্য জিওর ৮৪ এবং ৩৩৬ দিনের যে রিচার্জ প্ল্যানগুলি রয়েছে সেগুলি হল ৩৯৫ এবং ১৫৫৯ টাকার। ৩৯৫ টাকায় আনলিমিটেড কলের পাশাপাশি পাওয়া যায় ৬ জিবি ডেটা ও ১০০০টি এসএমএস এবং ১৫৫৯ টাকায় পাওয়া যায় আনলিমিটেড কলের পাশাপাশি ২৪ জিবি ডেটা ও ৩৬০০টি এসএমএস।