OYO Rooms: এবার ‘ওয়ো’-র দরজা বন্ধ হলো অবিবাহিত জুটিদের জন্য, প্রমাণ হিসাবে লাগবে ‘প্রেমের প্রমাণপত্র’

Prosun Kanti Das

Published on:

Advertisements

OYO Rooms: বর্তমান ডিজিটাল যুগে ওয়ো নামটির সঙ্গে সকলেই পরিচিত। মোবাইলে খুব সহজেই ওয়োর দ্বারা হোটেল বুক করা যায় ঘরে বসেই। তাই রুম পেতে কোনরকম অসুবিধা হয়না। কিন্তু কিছু নিয়মের ক্ষেত্রে পরিবর্তন এনেছে এই সংস্থা। অবিবাহিত যুগলদের হোটেলে জায়গা দেওয়ার ব্যাপারে সতর্ক হচ্ছে ওয়ো। ওয়োর হোটেলে অবিবাহিত প্রেমিক-প্রেমিকারা সহজেই করতে পারবেন না বুকিং। হোটেলে ঘর বুকিং করলে দিতে হবে সম্পর্কের প্রমাণপত্র এবং তা দাখিল করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। ওয়ো কর্তৃপক্ষ এমনটাই সিদ্ধান্ত নিল নতুন বছরে। একটি নির্দেশিকা চালু হয়েছে উত্তরপ্রদেশের মিরাট থেকে।

Advertisements

নতুন বছরে ওয়ো (OYO Rooms) আনলো নতুন নিয়ম। হোটেলে চেক-ইনের সময় কোনও যুগলকে সম্পর্কের ‘প্রমাণপত্র’ দিতে হবে এবং তাহলেই নেওয়া হবে বুকিং। এছাড়াও অনলাইনে ওয়ো-র হোটেল ‘বুক’ করার সময়ই এই অপশন দেখা যাবে। এই সিদ্ধান্তের মূলে আসল উদ্দেশ্য হলো, সামাজিক পরিচিতি, স্থানীয়দের দিয়ে প্রভাব খাটিয়েও অনেকসময় অবিবাহিত যুগল হোটেলে ‘চেক-ইন’ করে, সেটা যাতে আর না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যে মিরাট থেকে ওই নিয়ম চালু করে দিয়েছে ওয়ো। এই নিয়ম খুব শীঘ্রই চালু হতে চলেছে দেশের অন্যান্য জায়গায়।

Advertisements

ভারতের আইন অনুযায়ী অবিবাহিত যুগল হোটেলে থাকতে পারবেন না, এমন কোন নিয়ম নেই। তবে হোটেল কর্তৃপক্ষ সাধারণত কোনরকম আইনি জটিলতায় জড়াবেন না বলে প্রেমিক-প্রেমিকার জন্য হোটেলের দরজা বন্ধ করে দেন। এতদিন ধরে ওয়ো ছিল প্রেমিক-প্রেমিকাদের সব থেকে বড় আশ্রয়স্থল। ২০১৩ সালের মে মাসে ‘ওয়ো রুমস’-এর (OYO Rooms) প্রতিষ্ঠা এবং কয়েক বছরের মধ্যে সংস্থার আকাশছোঁয়া সাফল্যের নেপথ্যে অন্যতম কারণই হল অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। এই অ্যাপ দ্বারা রুম বুক করলে অনেকটাই কম হতো। তাহলে কেন আনা হলো এই বদল?

Advertisements

আরও পড়ুন:Unknown FactUnknown Fact: দীঘার সমুদ্রের ওপারে কি আছে, উত্তর শুনলে চমকে যেতে হবে

একটি বিবৃতির মাধ্যমে এই সংস্থা জানিয়েছে যে, এমনটা সিদ্ধান্ত নেওয়ার মূল উদ্দেশ্য নাগরিক সমাজের বিভিন্ন প্রতিক্রিয়া। উত্তরপ্রদেশের মিরাট থেকে এই আবেদন এসেছে প্রচুর পরিমাণে এবং এমন আবেদন বহু শহর থেকে এসেছে। অবিবাহিত জুটিদের হোটেলে থাকার ক্ষেত্রে অনেকেই নিষেধাজ্ঞা জারি করছে। ওয়ো (OYO Rooms) যে, নিরাপদ এবং দায়িত্বশীল আতিথেয়তার ব্যাপারে এই সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্যক্তিগত স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতাকে সম্মান দেখানোর জন্যই এই সিদ্ধান্ত। নাগরিক সমাজ এবং আইন প্রয়োগকারীদের জন্য দায়িত্বের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। ওয়ো দাবি করেছে যে, পরিবার থেকে ছাত্রছাত্রী, ব্যবসায়ী থেকে একক ভ্রমণকারী— সকলেই হোটেলে থাকার বিষয়ে যাতে নিরাপদ থাকে সে দিকে নজর রেখে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisements