Train Ticket Facilities: অবিবাহিত মহিলারা ট্রেনের টিকিটে পান এক স্পেশাল সুবিধা, জানেন না অধিকাংশরাই

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) এমন এক পরিষেবা প্রদান করে থাকে যা অন্য কোন গণপরিবহনে পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে রেল পরিষেবার মত সস্তা পরিষেবা নেই বললেই চলে, আবার এই সস্তার পরিষেবাতে যে সকল সুবিধা পাওয়া যায় সেগুলিও অন্য কোন গণপরিবহনে পাওয়া যায় না। রেলের তরফ থেকে বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের পাশাপাশি ট্রেনের টিকিট বুকিংয়ের (Train Ticket Facilities) সময় অবিবাহিত মহিলাদেরও আলাদা করে একটি সুবিধা দেওয়া হয়।

Advertisements

রেলের তরফ থেকে অবিবাহিত মহিলাদের জন্য যে সুবিধা দেওয়া হয় তা অধিকাংশ রেল যাত্রীরাই জানেন না। অবিবাহিত মহিলাদের জন্য এমন সুবিধা রেল দিয়ে থাকে মূলত তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে। কিন্তু অধিকাংশরাই এমন ব্যবস্থা সম্পর্কে না জানার কারণে টিকিট বুকিং করার সময় দ্বিধাবোধ করে থাকেন। বিশেষ করে যখন তারা এক জায়গা থেকে অন্য জায়গা একা সফর করেন।

Advertisements

আসলে রেলের তরফ থেকে অবিবাহিত মহিলাদের টিকিট বুকিং করার সময় এমন এক সুবিধা দিয়ে থাকেন যে সুবিধার পরিপ্রেক্ষিতে তারা কখনোই একটি কামরায় এমন কোন সিট পাবেন না যে কামরায় কেবলমাত্র পুরুষরা রয়েছেন। পাশাপাশি এমন মহিলাদের জন্য প্রতি কোচে রেলের তরফ থেকে আলাদা করে সিট সংরক্ষণ করে রাখা হয়। এছাড়াও বয়স্ক মহিলাদের জন্যও রেলের তরফ থেকে সুবিধা দেওয়া হয়।

Advertisements

আরও পড়ুন : Traffic Police: মুখ ঢাকতে হচ্ছে ট্রাফিক পুলিশদের, ঘুষের টাকার ভাগ বাটোয়ারার ভাইরাল ভিডিও নিয়ে উঠছে নানান প্রশ্ন

যখন কোন অবিবাহিত মহিলা কোন ট্রেনে টিকিট বুকিং করছেন তখন তাদের টিকিট বুকিং করার সময় রেল এই বিষয়টি খুব ভালোভাবে নজর দিয়ে থাকে। যাতে তাদের একা সফল করার সময় কোনোরকম নিরাপত্তাজনিত অসুবিধা অথবা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয় তার জন্য রেল শুধু পুরুষদের বুকিং রয়েছে এমন সংরক্ষিত কোচে কোন ভাবেই সিট দেয় না। যদিও এই বিষয়টি নিয়ে কয়েক দিন আগে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল।

উদাহরণ স্বরূপ বলা যায়, কোন একটি ট্রেনের কোন এক কোচে ধরে নেওয়া যাক ৮৮ টি আসন রয়েছে। ওই ৮৮ টি আসনের মধ্যে ৮৭টি আসনই পুরুষ যাত্রীদের জন্য বুকিং হয়ে গিয়েছে। এখন কোন এক অবিবাহিত মহিলা ওই ট্রেনের টিকিট বুকিং করতে গেলে তাকে ওই কোচে বাকি থাকা একটি আসন দেওয়া হবে না। কেননা যদি এমনটা হয় তাহলে সফর করার সময় ওই কোচে থাকা একমাত্র মহিলা পুরুষদের মাঝে পড়ে অস্বস্তির শিকার হওয়ার পাশাপাশি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে পারেন।

Advertisements