নিজস্ব প্রতিবেদন : ম্যাজিক দেখানোর সময় আমরা দেখতে পাই কত কিছুকে হাতের নিমেষে বদলে দিতে। কখনো রুমালকে বিড়াল অথবা অন্য কিছু বানিয়ে ফেলতে। তবে এসব ম্যাজিকেই হয়ে থাকে, কিন্তু বাস্তবে! বাস্তবে এমনটা হয় না বা কোনভাবেই হওয়া সম্ভব নয়। যদিও এক ছুতোর মিস্ত্রি একটি টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারে বদলে দিয়েছেন।
টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টার রূপান্তরিত করা ওই ছুতোর হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। আসলে আকাশে ওড়ার অভিজ্ঞতা কেমন তা সাধারণ যাত্রীদের দেওয়ার জন্যই ওই ছুতোর এমন পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন। সেই পরিকল্পনা মাফিক তিনি টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারের রুপ দেন। ওই ছুতোরের আইডিয়ার অভিনত্ব এখন ভাইরাল।
যিনি এমন অভিনব কাজটি করেছেন তিনি উত্তরপ্রদেশের সলমন। তিনি জানিয়েছেন, তিনি যে হেলিকপ্টার তৈরি করেছেন সেই হেলিকপ্টারটি ডাঙ্গায় চলে। এই হেলিকপ্টার তৈরি করতে তার সময় লেগেছে চার মাস এবং খরচ হয়েছে তিন লক্ষ টাকা। এই হেলিকপ্টারের চাহিদা বাজারে এখন ভালোই তৈরি হয়েছে বলে তার দাবি।
হেলিকপ্টারে চড়ার শখ অনেকের থাকলেও সেই শখ তো আর সবার পূরণ হয় না। নিরাপত্তা সহ বিভিন্ন কারণে এই শখ পূরণ না হওয়াটাই স্বাভাবিক। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এমন টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারের রূপ দিয়েছেন সলমন। এমনকি এই হেলিকপ্টার তৈরি হওয়ার পর এখন রাতারাতি লোকের লাইন পড়ছে তাতে চড়ার জন্য।
ডাঙ্গায় চড়তে পারে এমন হেলিকপ্টার তৈরি করার পর এখন সলমন স্বপ্ন দেখছেন আকাশ এবং জলে চলতে পারে এরকম একটি হেলিকপ্টার তৈরি করার। তবে বলে রাখা ভালো সলমন এই প্রথম টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারের রূপ দিলেন এমন নয়। এর আগে ২০১৯ সালে বিহারের মিছিলের প্রসাদ নামে এক ব্যক্তি এই একই কাজ করে দেখিয়েছিলেন।