যোগীর নির্দেশের অপেক্ষায় উত্তর প্রদেশ পুলিশ, আতিকের পর হিটলিস্টে আরও ৬১

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আতিক আহমেদকে (Atiq Ahmed) পুলিশে ঘেরাটোপের মধ্যে যেভাবে শুট আউট করা হয় তা দেখেছে গোটা দেশ। সাংবাদিকদের সামনেই শুট আউট করা হয়েছিল রাজনৈতিক গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরফ আহমেদকে। এই ঘটনার পর যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisements

সংবিধান এবং আইন ব্যবস্থা নিয়ে দেশের মানুষদের একাংশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি নানান প্রশ্ন তুললেও যোগী রাজ্যের পুলিশ কোনভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না দাগি দুষ্কৃতিদের। সূত্র মারফত জানা যাচ্ছে, আতিক বা আশরাফ শেষ নন, এই তালিকায় রয়েছেন আরও ৬১ জন দাগি দুষ্কৃতি।

Advertisements

এই সকল দাগি দুষ্কৃতিদের এবং তাদের সাকেরদের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই সকল অপরাধীদের হাতে এবং ভাতে মারার সমস্ত পরিকল্পনা তৈরি করে ফেলেছে উত্তর প্রদেশ পুলিশ। যাদের তালিকা তৈরি করা হয়েছে তারা মদ মাফিয়া, জঙ্গল মাফিয়া, বালি মাফিয়া, গরু পাচারকারী ও অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত। এই মাফিয়াদের মোট ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। উত্তর প্রদেশ পুলিশ এখন কেবলমাত্র অপেক্ষায় যোগীর নির্দেশের।

Advertisements

তালিকায় প্রথম রয়েছেন জেলবন্দি মদ মাফিয়া সুধাকর সিং। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক মদ মাফিয়া জেলবন্দি গুড্ডু সিং। তার বিভিন্ন অবৈধ ঘাঁটিতে হানা দিয়ে পুলিশ ১২ কোটি টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত করে। তৃতীয় স্থানে রয়েছেন গব্বর সিং। ইনি জমি ক্রোক, ডাকাতি, খুন-সহ ৫৬টি মামলায় অভিযুক্ত। গব্বরের মাথার দাম রাখা হয়েছে এক লক্ষ টাকা।

এছাড়াও প্রথম ২৫ দুষ্কৃতির তালিকায় রয়েছেন উধম সিং। এর পাশাপাশি তালিকায় যারা হিটলিস্টে রয়েছেন তারা হলেন যোগেশ ভাদৌরা, বদন সিং, অজিৎ চৌধুরী, ধর্মেন্দ্র কিরথাল, সুনীল রাঠি, অভিষেক সিং, নিহাল আলিয়াস, রাজন তিওয়ারি, সুধীর কুমার সিং, বিনোদ উপধ্যায়, রিজওয়ান জাহির, দিলীপ মিশ্র, অনুপম দুবে, হাজি ইকবাল, বাচ্চু যাদব, জুগনু ওয়ালিয়া, লাল্লু যাদবের মতো দুষ্কৃতীরা। সূত্র মারফত জানা যাচ্ছে, যোগীর নির্দেশের পরই এই সকল দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই এখন দেখার!

Advertisements