নিজস্ব প্রতিবেদন : বছরের শেষ মুহূর্তে এসে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা জিও (Jio) একের পর এক নতুন অফারের ডালি নিয়ে হাজির গ্রাহকদের সামনে। বছরের বিভিন্ন সময় এই টেলিকম সংস্থাটি গ্রাহকদের নতুন নতুন অফার এবং প্রযুক্তি উপহার দিয়ে হয়ে উঠেছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। ইতিমধ্যেই এই টেলিকম সংস্থার তরফ থেকে সরাসরি গ্রাহকদের ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৪ দিনের বাড়তি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এই অফার দেওয়া হচ্ছে ইংরেজি নতুন বছর উপলক্ষে।
২৯৯৯ টাকার অফার ছাড়াও সম্প্রতি আরও একটি অফার সামনে এসেছে। যে অফার জিও সরাসরি গ্রাহকদের না দিলেও, অন্যান্য সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দিচ্ছে। সংস্থার তরফ থেকে ধামাকা যে অফার নিয়ে হাজির তাতে গ্রাহকরা একটি পদ্ধতিতে রিচার্জ করলে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ১০০০ টাকা ক্যাশব্যাক মানে বোঝায় যায় কত টাকা সাশ্রয়। গ্রাহকরা কিভাবে এত টাকা সাশ্রয় করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক।
রিচার্জের উপর ১০০০ টাকা ক্যাশব্যাক অফারটি শুরু হয়েছে গত ১ ডিসেম্বর এবং তা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে এই অফার গ্রাহকরা সরাসরি Myjio অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে রিচার্জ করলে পাবেন না। পাশাপাশি অফারের জন্য নির্দিষ্ট করে দেওয়া দিনের পরেও আর মিলবে না। এক্ষেত্রে যে সকল গ্রাহকরা Mobikwik বা TatNeu এবং আরও অন্যান্য কিছু অ্যাপ রয়েছে যেগুলি থেকে রিচার্জ করলে পাবেন। মনে রাখতে হবে সর্বাধিক ক্যাশব্যাকের পরিমাণ হলো ১০০০ টাকা।
আরও পড়ুন ? Jio New Year offer 2024, এই রিচার্জে ২৪ বাড়তি ভ্যালিডিটি, সুযোগ কয়েকদিনের জন্য
PhonePe অ্যাপ থেকে তিনটি জিও রিচার্জ করেন তাহলে ৪০০ টাকা ক্যাশব্যাক পাবেন। Paytm অ্যাপের মাধ্যমে একইভাবে রিচার্জ করা হলে ১০০০ টাকা ক্যাশব্যাকের পাশাপাশি ১৩০০ টাকার বেনিফিট দেওয়া পাওয়া যেতে পারে। এক্ষেত্রে যে সকল কোড ব্যবহার করতে হবে সেগুলি হল JIOPTM এবং JIODEC। Amazon Pay অ্যাপ থেকেও ২৫০ টাকা ক্যাশব্যাকের সুযোগ রয়েছে। পাশাপাশি আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডে amazon pay অ্যাপ থেকে রিচার্জ করলে ২% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
Mobikwik অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে ২৫০ টাকার সুপার ক্যাশ পাওয়ার সুযোগ দিচ্ছে সংস্থা। এছাড়াও Mobikwik অফারে ২৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। যে সমস্ত গ্রাহকরা TATAneu অ্যাপের মাধ্যমে রিচার্জ করবেন তারা অফার হিসাবে পাবেন ৫০ টি NeuCoins। এর পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে পাঁচ শতাংশ নিও কয়েন দেওয়া হচ্ছে।