নিয়মে বদল, এইসব নম্বরে আর সঙ্গে সঙ্গে GPay, PhonePe পেমেন্ট নয়! লাগবে ৪ ঘন্টা

নিজস্ব প্রতিবেদন : সুরক্ষা এবং প্রতারণার মতো বিভিন্ন ধরনের ঘটনা ঠেকানোর জন্য বিভিন্ন সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বদল আনা হয়। ঠিক সেই রকমই এবার GPay, PhonePe র মতো ইউপিআই (UPI) পেমেন্টের ক্ষেত্রে বদল আসছে। নতুন নিয়ম অনুসারে এবার গ্রাহকরা কিছু নম্বরে পেমেন্ট করার ক্ষেত্রে তৎক্ষণাৎ সুবিধা পাবেন না। পেমেন্ট করার জন্য সময় লাগবে অন্ততপক্ষে ৪ ঘন্টা।

সাম্প্রতিককালে লক্ষ্য করলে দেখা যাবে, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে প্রতারণার হার বেড়েই চলেছে। প্রতারণার এই সকল ঘটনায় লাগাম টানার জন্যই এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার বলে জানা যাচ্ছে। নতুন পদক্ষেপ অনুযায়ী এবার দুই ব্যক্তির মধ্যে প্রথম ট্রানজেকশনের যে সময়সীমা সেই সময়সীমার টাইম ফ্রেম বেশ কিছুটা বৃদ্ধি করা হচ্ছে। ঠিক কি নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র সরকার।

নতুন যে নিয়ম জারি করা হতে চলেছে তাতে যদি কোন ব্যক্তি অথবা কোন কোম্পানিকে কেউ প্রথমবার পেমেন্ট করে থাকেন আর সেই পেমেন্টের টাকার পরিমাণ ২০০০ টাকার বেশি হয় তাহলে চার ঘন্টা দেরি হতে পারে। এই নিয়ম অনুযায়ী চার ঘণ্টা তখনই দেরি হতে পারে যখন আপনার পেমেন্টের পরিমাণ ২০০০ টাকার বেশি হবে এবং প্রথমবার কাউকে পেমেন্ট করবেন।

এক্ষেত্রে আপনি যদি আগে কোন ব্যক্তিকে বা কোন সংস্থাকে পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। মূলত নতুন কাউকে পেমেন্ট করার ক্ষেত্রে মোটা অংকের টাকা থাকলেই সেক্ষেত্রে একগুচ্ছ ভেরিফিকেশনের মধ্য দিয়েই পেমেন্ট হবে। কেননা নতুন নতুন পেমেন্টের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের প্রতারণা সামনে আসছে। প্রতারণা মূলক কলের মাধ্যমে অনেক সময় টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

নিরাপত্তার জন্য ঠিক একই রকম একটি নিয়ম আগে থেকেই চালু রয়েছে। যেমন কোন ব্যক্তি যদি নতুন ইউপিআই অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে তাকে প্রথম ২৪ ঘন্টায় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ট্রান্সফার করার সুবিধা দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে সময়ের পরিপ্রেক্ষিতে এই টাকার পরিমাণ বাড়ানো হয়ে থাকে। এই সমস্ত নিয়ম জারি করা হয় মূলত গ্রাহকদের নিরাপত্তার জন্যই। নতুন যে নিয়ম জারি করার পরিকল্পনা চলছে তাও নিরাপত্তার খাতিরেই জারি করা হলেও হতে পারে।