UPI New Rules: UPI অ্যাপে টাকা পাঠানোর নিয়মে এলো বদল, এবার আরও বেশি মিলবে সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চায়ের দোকান থেকে শুরু করে মুদিখানা, এখন সব জায়গাতেই পৌঁছে গিয়েছে কিউআর কোড স্ক্যান করে ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন। ডিজিটাল পদ্ধতিতে টাকা আদান প্রদান করার ক্ষেত্রে এর থেকে সহজ মাধ্যম আর নেই বললেই চলে আর সেই কারণেই এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এবার ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে জারি হল নতুন নিয়ম (UPI New Rules)। যে নতুন নিয়মে মিলবে অনেক বেশি সুবিধা।

Advertisements

ইউপিআই অ্যাপের মাধ্যমে এখন কি না করা যায়। একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি মোবাইল নম্বরের ভিত্তিতে টাকা পাঠানো, কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠানো, রান্নার গ্যাস বুকিং থেকে শুরু করে ইলেকট্রিক বিল দেওয়া, ফোনের বিল দেওয়ার, ইন্সুরেন্সের টাকা মেটানো, কর মেটানো সবকিছুই করা যায়।

Advertisements

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ইউপিআই ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। আর সেই সকল পদক্ষেপের মধ্যেই এবার ইউপিআই অ্যাপের মাধ্যমে কর প্রদানের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়। এর আগে আগস্ট মাসেই তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছিল এমন একটি পরিবর্তন আনা হবে সেই বিষয়ে।

Advertisements

আরও পড়ুন : Digha Special SBSTC Bus: ট্রেনের টিকিট না মিললেও আটকাবে না দীঘা যাওয়া, স্পেশাল বাস চালাবে SBSTC

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে নিয়ম জারি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী এবার ইউপিআই অ্যাপের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত কর প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। আগে এই সীমা অনেক কম থাকার কারণে কর প্রদানের ক্ষেত্রে যারা ইউপিআই অ্যাপ ব্যবহার করতেন তাদের নানান সমস্যায় পড়তে হতো। এবার এই সমস্যা থেকে সহজেই নিস্তার পাওয়া যাবে।

এর পাশাপাশি ব্যক্তিগত এবং অন্যান্য ক্ষেত্রেও আর্থিক লেনদেনের নতুন সীমা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ পিআর টু পিআর পেমেন্টের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা এক লক্ষ টাকা। তবে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এই সীমায় আলাদা আলাদা নিয়ম রয়েছে। কোন কোন ব্যাংকের ক্ষেত্রে উর্ধ্বসীমা এক লক্ষ টাকা থাকলেও আবার কোন কোন ব্যাংক নিরাপত্তার কারণে সেই সীমা অনেকটাই কমিয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত রেখেছে। এক্ষেত্রে কোন ব্যাংক কতটা উর্ধ্বসীমা দিচ্ছে তা দেখে নিতে হবে।

Advertisements