UPI: ফ্রির জামানা শেষের পথে! UPI পেমেন্ট দিতে হবে চার্জ! কাদের জন্য, শুরু জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে এখন দেশের বড় সংখ্যার মানুষ PhonePe, Gpay সহ বিভিন্ন সংস্থার ইউপিআই (UPI) ব্যবহার করে থাকেন। অন্যান্য মাধ্যমে আর্থিক লেনদেন করার থেকে অনেক সহজ সরল হওয়ার কারণেই ইউপিআইয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এছাড়াও সরকারের লক্ষ্য রয়েছে, আগামী দিনে ৫০ কোটি গ্রাহককে ইউপিআই পরিষেবার সঙ্গে যুক্ত করার।

Advertisements

আর্থিক লেনদেন অথবা মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদির ক্ষেত্রে প্রথমদিকে ইউপিআই ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের বোনাস পেতেন। এক্ষেত্রে প্রথম দিকে সরাসরি ক্যাশব্যাক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু ধীরে ধীরে সেইসব ক্যাশব্যাক ইত্যাদি উঠে যাচ্ছে। আবার এখন PhonePe সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ অথবা বিল পেমেন্টের সময় বাড়তি টাকা দিতে হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতেই জল্পনা তাহলে কি চার্জ ছাড়া আর ইউপিআই পেমেন্ট করা যাবে না?

Advertisements

হ্যাঁ, আগামী দিনে এমনই নিয়ম জারি হতে চলেছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। কেননা এইরকম যে চার্জ কাটা হচ্ছে তার উপর একপ্রকার সিলমোহর দিয়েছেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) প্রধান। এর পাশাপাশি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রধান জানিয়েছেন, আগামী দিনে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে দেশের বেশ কিছু ব্যবসায়ীদের বাড়তি খরচ করতে হতে পারে। আগামী তিন বছর এমন খরচ করতে হতে পারে।

Advertisements

আরও পড়ুন ? UPI New Rules: UPI লেনদেনের নিয়মে বদল! লাগবে বাড়তি টাকা! এসে গেল বড় ৫ পরিবর্তন

এরই পরিপ্রেক্ষিতে মোটামুটিভাবে স্পষ্ট, ইউপিআই মারফৎ লেনদেন আগামী দিনে আর ফ্রিতে নাও হতে পারে। লেনদেনের ক্ষেত্রে বাড়তি চার্জ দিতে হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই চার্জ সবাইকে যে দিতে হবে তাও নয়। এই বিষয়টি নিয়েই বৃহস্পতিবার মুম্বাইয়ে বম্বে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সোসাইটির তরফ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ খোলেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রধান দিলীপ আসবে।

ওই অনুষ্ঠানে দিলীপ আসবে জানিয়েছেন, দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দেখলে আগামী দিনে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ দিতে হতে পারে। তবে এর পাশাপাশি তিনি জানিয়েছেন, এমন চার্জ ছোট ব্যবসায়ীদের থেকে নেওয়া হবে না। চার্জ নেওয়া হতে পারে বড় ব্যবসায়ীদের থেকে। তবে এমন ব্যবস্থা কবে থেকে চালু হবে তাও তিনি নির্দিষ্টভাবে জানাতে পারেননি। তিনি তার অনুমান থেকে জানিয়েছেন, এক বছর দু’বছর বা তিন বছর পর থেকে এই চার্জ চালু হতে পারে।

Advertisements