দিনকয়েক দুঘন্টা করে নাও হতে পারে UPI লেনদেন, জানালো NPCI

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল ভারতে লেনদেনের সবথেকে জনপ্রিয় মাধ্যম হল UPI। পরিসংখ্যান বলছে প্রতিদিন কোটি কোটি মানুষ এই UPI লেনদেনের মাধ্যমে নিজেদের লেনদেন করে থাকেন। কিন্তু বর্তমানে কিছু প্রযুক্তিগত উন্নয়নের জন্য টানা কয়েকদিন নির্দিষ্ট সময়ে টানা দুঘন্টা নাও হতে পারে অথবা সমস্যা হতে পারে UPI লেনদেনের ক্ষেত্রে। এমনটাই জানানো হয়েছে NPCI-এর তরফ থেকে।

Advertisements

Advertisements

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI-এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাত একটা থেকে ভোর তিনটে পর্যন্ত এই সমস্যা হতে পারে। কিন্তু কেন এই সমস্যা হতে পারে?

Advertisements

কারণ হিসেবে জানানো হয়েছে, “UPI পেমেন্টের ধরনে বেশকিছু বদল আনা হবে। একইসাথে পেমেন্ট যাতে আরও মসৃণ হয় সেদিকেও খতিয়ে দেখা হবে। আনা হচ্ছে নতুন প্রযুক্তি। এই সমস্ত কারণেই ব্যবহারকারীরা শুধুমাত্র ওই সময় সমস্যার সম্মুখীন হতে পারেন।”

তবে সমস্যা হবার কথা জানানো হলেও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে বলা হয়েছে, আগামী কয়েকটা দিন রাত একটা থেকে ভোর তিনটে পর্যন্ত সময়ে ব্যবহারকারীরা কোনো প্রকার UPI ট্রানজ্যাকশন না করার জন্যও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার সংস্থার তরফ থেকে এই বিবৃতি দিয়ে UPI ব্যবহারকারীদের সর্তক করলেও এই আপগ্রেশনের কাজ কতদিন চলবে তা সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরেই পুনরায় ব্যবহারকারীদের তা জানিয়ে দেওয়া হবে।

Advertisements