Upper Primary Teacher Recruitment: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ, ওয়েটিং লিস্টে থাকা ২৬০০ প্রার্থীর জন্য দুর্দান্ত খবর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Upper Primary Teacher Recruitment: বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরিস্থিতি খুবই শোচনীয়। তার মধ্যে আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে একটি উল্লেখযোগ্য খবর। যারা দীর্ঘদিন চাকরির জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্য দুর্দান্ত খবর রয়েছে এই প্রতিবেদনে। অবশেষে অপেক্ষার দিন শেষ হতে চলেছে চাকরিপ্রার্থীদের। এসএসসির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে শূন্যপদ পূরণ করতে ওয়েটিং লিস্ট থেকে চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং করা হবে।

Advertisements

রাজ্যের যোগ্য চাকরিপ্রার্থীরা (Upper Primary Teacher Recruitment)দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে উপযুক্ত চাকরির জন্য। বছরের পর বছর কেটে গেলেও তারা তাদের উপযুক্ত চাকরি পায়নি। প্রথম পর্যায়ে ওয়েটিং লিস্ট থেকে প্রায় ২৬০০ চাকরিপ্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকলো এসএসসি। অবশেষে দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে চলল চাকরিপ্রার্থীদের। আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জেনে নেব এই বিষয়টি নিয়ে।

Advertisements

কবে হবে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সিলিং (Upper Primary Teacher Recruitment)? যারা এই বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন তারা অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন এই প্রতিবেদনটি। তাহলে গুরুত্বপূর্ণ বহু তথ্য জানতে পারবেন। আগামী ১৭ ই ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর এবং ২৩ শে ডিসেম্বর হবে এই ওয়েটিং লিস্ট থেকে চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং।

Advertisements

আরও পড়ুন:Panchayat Worker RecruitmentPanchayat Worker Recruitment: অষ্টম শ্রেনী পাশেই পঞ্চায়েতে চাকরির সুযোগ, রইলো বিস্তারিত

মেধা তালিকায় যেসব চাকরিপ্রার্থীদের নাম উঠেছিল সেখান থেকে কাউন্সিলিংয়ের জন্য ৬৬৮০ জন চাকরিপ্রার্থীকে কাউন্সেলিং এর জন্য ডাকা হয়। কিন্তু তার মধ্যে নজিরবিহীনভাবে ২০৬০ জন চাকরি নিতেই স্কুল সার্ভিস কমিশনে আসেননি। আশা করা যাচ্ছে কাউন্সিলিংয়ের পরে শূন্য পদগুলোতে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

এর আগে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) কলকাতা হাইকোর্টের আদেশের পর সহকারী শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় ১৪০০০ টিরও বেশি বাছাই করা প্রার্থী ছিল। ওই লিস্টের কাউন্সেলিং প্রক্রিয়া অক্টোবর-নভেম্বর মাস নাগদ শুরু হওয়ার কথা ছিল।

Advertisements