UPSC Aspirants keep trying after failing 12 times: ভারতের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হলো ইউপিএসসি পরীক্ষা। যেখানে সফলতার কাহিনী খুব কমই শোনা যায়। বহু কঠিন পরিশ্রম এবং অধ্যবসয়ের পর তবে সফলতা মেলে এই পরীক্ষাতে (UPSC Aspirants)। কিন্তু সফলতার কাহিনী ছাড়াও এমন বহু কাহিনী ঘটে যা আমাদের সত্যি অজানা। যারা বহুবার চেষ্টা করার পরেও সফল হতে পারলেন না তাদের খবর রাখছে কজন?
কুণাল আর ভিরুলকর, তিনিও ইউপিএসসি দিয়েছিলেন বহুবার তবুও এখনও পর্যন্ত সফলতা লাভ করতে পারেননি। মোট ১২বার তিনি এই পরীক্ষা দিয়েছেন তাহলে কেন এখনো সফলতা পেলেন না এই ব্যক্তি? তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ১২বার পরীক্ষায় বসলাম, ৭বার মেইন দিয়েছি, ৫বার ইন্টারভিউ। তবুও ইউপিএসসি পরীক্ষার (UPSC Aspirants) সফলতা তার কাছে অধরা। সেজন্য জীবনের নাম তার কাছে সংঘর্ষ।
বার বার ব্যর্থ হওয়ার পরও তিনি উঠে দাঁড়িয়েছেন, হাল ছেড়ে দেননি। তিনি এই যুদ্ধে আবারো ঘুরে দাঁড়িয়েছেন। সেই কঠিন লড়াইয়ের (UPSC Aspirants) কাহিনী আজকের প্রতিবেদনে জানতে পারবেন। সবসময় কৃতীদের উপরই আমাদের নজর পড়ে। তাদের জন্য থাকে শুভেচ্ছার বন্যা। গোটা দেশ তাদেরকে নিয়েই মেতে থাকে কিন্তু যারা এই কঠিন লড়াইতে হেরে যায় তাদের কি হয়? যারা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তাদের মনের অবসাদ কিভাবে দূর করা যায়?
তার এই পোস্টের ফলে নেট দুনিয়াতে রীতিমতো ঝড় বয়ে গেছে। একজন লিখেছেন, আপনি লক্ষ্যে পৌঁছবেন। কোন বাধাই আপনাকে আটকাতে পারবে না। আবার অন্যজন লিখেছেন, আপনার নামটা জানতে চাই। আপনার জীবনে হয়তো বড় কিছু অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। আপনার জীবনের সংঘর্ষ শব্দে প্রকাশ করা যায় না। আমরা আপনার জন্য গর্বিত। আপনি সবটা জয় করেছেন।
আরও পড়ুন ? Key to success in UPSC: ভেঙে পড়লে সব শেষ! UPSC-তে সাফল্যের চাবিকাঠির গল্প শোনালেন দুই বঙ্গ তনয়া
আসলে ইউপিএসসি (UPSC Aspirants) পরীক্ষা অনেকে দেয় কিন্তু সফল সবাই হতে পারেন না। তবে এই প্রার্থীর টুইট মন ছুঁয়ে দিয়েছে বহু লোকের। ইউপিএসসির মত কঠিন পরীক্ষাতে তিনি মোট বারো বার বসেছেন তবুও সফলতা তার হাতে আসেনি। অনেকেই উৎসাহ দিয়েছেন তাঁকে। অনেকেই অনেক কথা লিখছেন তাঁর টুইটের জবাবে। তারই পরিশ্রমের কাহিনী অনেকের কাছেই অনুপ্রেরণা সৃষ্টি করবে। আরেকজন মন্তব্য প্রকাশ করেছেন যে, আপনার জন্য আরও শক্তি নিয়ে আসবে। অপর একজন লিখেছেন, হতাশার কাহিনী হলেও আপনার জন্য বড় কিছু অপেক্ষা করে রয়েছে। অপর একজন লিখেছেন, আপনার এই লড়াই অনেকের কাছেই অনুপ্রেরণার। অনেকেই তাঁকে বাড়তি উৎসাহ দিয়েছেন।
ইউপিএসসি পরীক্ষা (UPSC Aspirants) হল ক্ষুরধার লড়াই। বহু মানুষ এই পরীক্ষায় অংশগ্রহণ নিলেও জয় আসে সামান্য কয়েকজনের। একটুর জন্য বাতিল হয়ে যান অনেকেই। আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে বারবার ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়ানোর মত শক্তি কারোর থাকে না। এই ব্যক্তি রীতিমতো ইতিহাসের পাতায় নজির সৃষ্টি করেছেন।