Urban Ropeway Project: জাতীয় সড়ক, রেলপথের এবার নতুন অধ্যায় লিখতে চলেছে কেন্দ্র! ভ্যালভ্যাল তাকিয়ে দেখবে বিশ্ব

Antara Nag

Published on:

Advertisements

Urban Ropeway Project will be launched to improve the transport system in the country: প্রতিনিয়ত ভারতীয় রেল পরিষেবার উন্নতি কল্পে নিযুক্ত রয়েছেন ভারতীয় রেল পরিষেবা কর্তৃপক্ষ তাই ছোট বড়ো দূরত্বের সব যাত্রাতেই সাধারণ মানুষের প্রথম পছন্দ রেল পরিষেবা। পরিবহণ ব্যবস্থার মূল ভিত হিসাবে মনে করা হয় একে। তবে পিছিয়ে নেই পরিবহন ব্যবস্থার অন্য দিকগুলিও। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে উন্নত করে চলেছে সড়ক পরিষেবা। লোকসভা ভোটের মাঝখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ নিতে পারে সড়ক পরিষেবা উন্নতি প্রকল্পে। নতুন এই উদ্যোগ (Urban Ropeway Project) প্রযুক্তিগত দিক থেকে অবাক করে দেবে সারা বিশ্বকে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি ভারতবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত এলাকার সড়ক পরিষেবা যে পরিমাণ উন্নত হয়েছে তার দ্বিগুণ পরিমাণ উন্নতি হবে আগামী ৫ বছরে। সড়ক ব্যাবস্থা উন্নতি করতে আকাশপথে বিশেষ রাস্তা তৈরি করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিকল্পনাটি সফল হতে খরচ পড়বে ১.২৫ লক্ষ টাকা। এই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হলে সড়ক পরিষেবার মূল সমস্যাটাই সমাধান হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আপাতত ভারতের ২০০ টি শহরে এই পরিষেবা (Urban Ropeway Project) চালু হতে চলছে।

Advertisements

এখন থেকে সাধারণ মানুষ সত্যিই আকাশ-পথে যাতায়াত করতে পারবে। ভারতের এই নির্দিষ্ট ২০০ টি শহরের উপরে পাতা হবে বিশেষ রাস্তা। ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় পরিবহন ব্যবস্থার অন্যতম দিক তৈরি করতে চলেছে। এই প্রকল্প থেকে পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে রোপওয়ে প্রকল্প (Urban Ropeway Project)। ইতিমধ্যে ২০০ টি রোপওয়ে তৈরি করার কাজও শুরু হয়ে গেছে। প্রায় ১২০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে এই প্রকল্পের আওতায়। আপাতত কোন কোন শহরের ওপরে রোপওয়ে তৈরি করার কাজ শুরু হয়েছে সে বিষয়ে আলোচনা করা যাক।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways: জার্মানি থেকে সুইজারল্যান্ড! টেক্কা দিল ভারতীয় রেল, ভারতীয় হিসাবে গর্ব করার দিন

আর দেশের প্রথম আরবান রোপওয়ে (Urban Ropeway Project) তৈরি করার কাজ বারানসিতে প্রায় শেষ হতে চলেছে। বারানসীর সবচেয়ে ব্যস্ততম রাস্তা গোদৌলিয়া চকে এই প্রকল্পের কাজ চলছিল। যে রাস্তাটা সড়কপথে অতিক্রম করতে প্রায় ১ ঘন্টা সময় লাগে, রোপওয়েতে সেই পথ ১৫ মিনিটে অতিক্রম করা সম্ভব হবে। স্টেশন থেকে কাশি বিশ্বনাথ মন্দির অব্দি আর কোন যানজটে পড়তে হবে না পূণ্যর্থীদের। ৪ কিলোমিটার বিস্তৃত এই রাস্তা তৈরি করতে প্রায় ৬৫০ কোটি টাকা খরচ হতে চলেছে। হরিয়ানার কুলতাজপুর গ্রাম থেকে দোশি হিলটপ পর্যন্ত আরও একটি রোপওয়ে প্রকল্প তৈরি করা হচ্ছে। যানজটের কারণে এই রাস্তাটি সড়কপথে অতিক্রম করতে সময় লাগে ১ ঘন্টা। রোপওয়ে চালু হলে মাত্র ৩ মিনিটে সেই রাস্তা অতিক্রম করা সম্ভব। ৯০০ মিটারের এই রোপোয়ে রাস্তা চালু হবার পর উপকৃত হতে চলেছেন প্রায় ৫০০০ যাত্রী। ২০২৫ সালের মধ্যে দুটি প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও ২০০ টি শহরের তালিকায় রয়েছে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সঙ্গম এমনকি কেদারনাথও। উত্তরপ্রদেশের শংকর বিমান মন্ডপম থেকে ত্রিবেনী পুষ্প পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে রোপওয়েতে (Urban Ropeway Project) সময় লাগবে ৭ মিনিট। এমনিতে বর্তমানে সড়ক পথে এই রাস্তাটি অতিক্রম করতে সময় লাগে ৩০ মিনিট। গৌরী কুন্ডু থেকে কেদারনাথ পর্যন্ত বিস্তৃত ১০ কিলোমিটার রাস্তার জন্য তৈরি করা হয়েছে কেবল কার। এই কেবল কারটি মাত্র ৩০ মিনিটে অতিক্রম করবে ৮ ঘন্টা দূরত্বের রাস্তা। প্রতিদিন প্রায় ৩৬ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন এই পথে। ২০২৯ এর মধ্যে এই প্রকল্পগুলির কাজও শেষ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Advertisements