T20 World Cup 2024: ল্যাজেগোবরে অবস্থা পাকিস্তানের! USA T20 ক্রিকেট বিশ্বকাপে এমন হবে ভেবেও উঠতে পারেনি দল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের টি-টোয়েন্টি (T20 World Cup 2024) ক্রিকেট বিশ্বকাপের পথচলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ২ জুন থেকে শুরু হয়েছে কাপ দখলের লড়াই। টুর্নামেন্ট শুরু হওয়ার পর ইতিমধ্যেই ১১টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে দলগুলির। এই টুর্নামেন্টের একই গ্রুপে থাকা ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলেছে।

Advertisements

ভারত যেমন প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামে এবং খুব সহজেই জয় হাসিল করে। তবে পাকিস্তানের এমন ল্যাজেগোবরে অবস্থা হবে তা তারা কোনদিন ভেবেও উঠতে পারেননি। বলা যেতে পারে এবারের ক্রিকেট বিশ্বকাপে প্রথম অঘটন ঘটল পাকিস্তানের বিরুদ্ধেই। আবার সেই অঘটন ঘটালো কারা? USA অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দল।

Advertisements

ক্রিকেট বিশ্ব দাবি করছে, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এটিই হলো সবচেয়ে বড় অঘটন। আসলে বৃহস্পতিবার পাকিস্তান ও ইউএসএ একে অপরের মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের মতো উপরের সারিতে থাকা একটি দলকে প্রথম থেকে টেক্কা দেয় সদ্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার অনুমোদন পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র। আর টেক্কা দিতে দিতে এই ম্যাচ সুপার ওভারে গড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দেয়।

Advertisements

আরও পড়ুন ? T20 World Cup Prize Money: জিতলেই ফুলেফেঁপে উঠবে লক্ষ্মীর ভাণ্ডার! কত টাকা পাবেন ICC T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা

ডালাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠায়। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ল্যাজেগোবরে অবস্থায় পড়ে যায়। পাওয়ার প্লে অর্থাৎ প্রথম ৬ ওভারে মাত্র ৩০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। আর এই ৩০ রান তুলতে গিয়েই তিন তিনটি উইকেট খোয়াতে হয় তাদের দলকে। শেষমেষ পাকিস্তান ৭ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলতে সক্ষম হয়। অন্যদিকে ১৫৯ রান তারা করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেনি। তারা তিন উইকেটে বিনিময়ে ১৫৯ রানেই থেমে যায়। এরপরই ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে মার্কিন যুক্তরাষ্ট্র এক উইকেটের বিনিময়ে ১৮ রান তুলতে সক্ষম হয়। এই ১৮ রানের মধ্যে আবার ৭ রান অতিরিক্ত। পরে পাকিস্তান ব্যাট করতে নামলে এক উইকেট হারিয়ে মাত্র ১৩ রান তুলতে সক্ষম হয়। রুদ্ধশ্বাস এই ম্যাচে রীতিমতো জয়ের মুখ দেখে আয়োজক দল মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় বিষয় হলো, বৃহস্পতিবারের এই ম্যাচ অর্থাৎ পাকিস্তান বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা বজায় রেখেছিল।

Advertisements