একটি দুটি নয়, চালানো যাবে ৫টি নম্বর, সুযোগ দিচ্ছে Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক সময় মানুষের হাতে ছিল একটি নম্বর চালানো যাবে এমন ফোন। পরে ডুয়েল বা তার বেশি সিম কার্ড চালানো যাবে এমন ফোন বাজারে আসে এবং তাদের চাহিদা বাড়তে শুরু করে। বর্তমানে অধিকাংশ ফোনই ডুয়েল সিমের। কিন্তু একটি ফোনে ৫টি নম্বর চালানো যেতে পারে, এমন ব্যবস্থাও এসে গেছে।

Advertisements

একটি ফোনে পাঁচটি নম্বর চালানোর মুশকিল-আসান সম্ভব হয়েছে eSIM-এর দৌলতে। অন্ততপক্ষে Jio তাদের ওয়েবসাইটে যে তথ্য দিয়েছে তা থেকে এমনটা জানা যাচ্ছে। এই eSIM বা এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল সরাসরি ফোনেই এম্বেড করা থাকে।

Advertisements

eSIM-এর মাধ্যমে ফোনের মধ্যে সিম কার্ড না ভরেই টেলিকম পরিষেবা পাওয়া যায়। বর্তমানে বহু স্মার্টফোনেই এই ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল, কোন গ্রাহক যদি eSIM ব্যবহার করেন তাহলে তিনি যখন সংস্থা পরিবর্তন করবেন তখন তাকে সিমকার্ড পরিবর্তন করার প্রয়োজন নেই। পাশাপাশি সিমকার্ড নষ্ট হয়ে যাওয়ার মতো কোন আশঙ্কা থাকে না।

Advertisements

যে সমস্ত টেলিকম সংস্থা এই ধরনের সিমকার্ড সরবরাহ করতে থাকে তাদের স্টোরে eSIM-এর জন্য আবেদন করা যাবে। Jio গ্রাহকরা নিকটবর্তী জিও স্টোরে গিয়ে প্রয়োজনীয় নথি দিয়ে এই eSIM কার্ড পেতে পারেন। Jio eSIM অ্যাক্টিভ করার জন্য একটি সেটিংস ডাউনলোড করতে হবে। এই সংক্রান্ত সমস্ত সহযোগিতা মিলবে Jio স্টোর অথবা তাদের গ্রাহক সেবা প্রতিনিধির থেকে।

eSIM সাপোর্ট করে এমন ডিভাইসগুলিতে একাধিক নম্বর চালানো যেতে পারে খুব সহজে। তবে একটি সময়ে কেবলমাত্র একটি eSIM নম্বর কাজ করবে। যখন যে নম্বর আপনার দরকার সেই নম্বর সক্রিয় করে নিতে পারা যাবে। জিওর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, একটি ডিভাইসে ব্যবহারকারীরা একাধিক eSIM প্রোফাইল তৈরি করে রাখতে পারেন। প্রয়োজনমতো সেগুলি পরিবর্তন করা যাবে।

Advertisements