National Flag Use Code: প্রজাতন্ত্র দিবসে কাগজের জাতীয় পতাকা ব্যবহারের পর কী করতে হবে? জানিয়ে দিল কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

Use the National Flag on Republic Day by following the Use Code: ভারতবাসীদের জন্য অত্যন্ত গর্বের দিন হল প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি দিনটি। ভারতীয় সংবিধান অনুসারে সার্বভৌম সমাজতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষে এই ২৬ জানুয়ারি তারিখটিতেই ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। সংবিধান কার্যকর হওয়ার পর ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। আর এই দিন থেকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর সারা দেশ জুড়ে জাতীয় ছুটি থাকার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশমাতৃকার আর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে এই দিন দেশের জাতীয় পতাকা (National Flag Use Code) উত্তোলন করা হয় দেশের বিভিন্ন প্রান্তে।

Advertisements

এ কারণেই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিভিন্ন ধরনের পতাকা কেনার উৎসাহ দেখা যায় সাধারণ মানুষদের মধ্যে। কাপড়ের পতাকার থেকে শুরু করে কাগজের পতাকা, সমস্ত কিছু দিয়েই সেজে ওঠে দেশমাতৃকাকে সম্মান জানানোর জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের স্থল। কিন্তু সাধারণ মানুষদের মধ্যে আজও সচেতনতার অভাব দেখা যাওয়ার কারণে প্রজাতন্ত্র দিবসের পরের দিনে দেখতে পাওয়া যায় ঠিক অন্যরকম একটি ছবি। যত্রতত্র রাস্তায় সামান্য একটি কাগজের মত ধুলোয় পড়ে থাকে দেশের জাতীয় পতাকা। তবে এ বছর দেশের জাতীয় পতাকার এই অবমাননা রাখতে নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisements

বারবার দেশের জনগণের প্রতি পতাকার অবমাননা রোধ করার আবেদন ও অনুরোধ জানানো হলেও, এখনো পর্যন্ত দেশের অসচেতন কিছু নাগরিকের জন্য দেশের জাতীয় পতাকাকে ধুলোয় পড়ে থাকতে হয়। তবে এবার ২৬ জানুয়ারির আগে ই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জন্য ফ্ল্যাগ কোড (National Flag Use Code) জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু তাই নয় প্রজাতন্ত্র দিবসের দিন বিভিন্ন জাতীয় সংস্কৃতি এবং খেলার অনুষ্ঠান শেষ হওয়ার পর কাগজের পতাকা যাতে যেখানে সেখানে পড়ে না থাকে সে বিষয়ে বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে সরকারকে।

Advertisements

আরও পড়ুন ? Republic Day 2024: ৭৪ না ৭৫, এবার কততম প্রজাতন্ত্র দিবস পালন করবে দেশ! দেখে নিন সহজ হিসাব

কোনো ভাবেই যাতে দেশের জাতীয় পতাকার অবমাননা করা না হয় সে প্রসঙ্গে বিশেষ নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে প্রজাতন্ত্র দিবসের যে কোনো অনুষ্ঠান মেটার পর সম্মানের সঙ্গে পতাকাকে সরিয়ে ফেলতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচার করতে হবে। সেই সঙ্গে জাতীয় পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও মানতে হবে বিশেষ নিয়ম। জাতীয় পতাকাকে অনুভবিক ভাবে রেখে পতাকার গেরুয়া ও সবুজ রং ভাঁজ করতে হবে সাদা অংশের নিচে। সাদা অংশটি কেমন ভাবে ওয়াচ করতে হবে যাতে কেবলমাত্র পতাকার অশোক চক্রটিই দেখা যায়। এরপর হাতের দুই তালুর ওপর পতাকাকে এমন ভাবে ধরতে হবে যাতে উপরের দিকে থাকে অশোক চক্র।

শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসের দিনেই নয়, যেকোনো সময় পতাকা (National Flag Use Code) ভাঁজ করার সময় মানতে হবে উক্ত নিয়ম। সেই সঙ্গে পতাকা ব্যবহার করার ক্ষেত্রেও কটি বিশেষ নিয়ম মেনে চলতে হয়। সেগুলি হলো পতাকাকে কখনোই নোংরা করা যাবে না এবং পতাকা যাতে ছেড়ে না যায়, ভেজা অবস্থায় না থাকে তা অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো ভাবে পতাকায় নোংরা লেগে থাকলে তাও অত্যন্ত যত্ন সহকারে যথাযথভাবে পরিষ্কার করতে হবে। সেই সঙ্গে ট্রেন বাস বা নৌকায় পতাকা লাগিয়ে রাখা নিয়মবিরুদ্ধ কাজ। শুধু তাই নয় দেশের জাতীয় পতাকা দিয়ে ঢেকে কোন কিছু বহন করাও আইনবিরুদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

Advertisements